ফের কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। এ বার তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা। শুক্রবার রাতে ওই জেলার নবগ্রামে দলের ফ্লেক্সে ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের ছবি। তৃণমূলের মদতেই তা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।
কংগ্রেস সূত্রে খবর, নবগ্রাম থেকে পাঁচগ্রাম দক্ষিণ মোড় ঢোকার আগে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতা তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরীর ছবি-সহ ফ্লেক্স দিয়ে একটা গেট করা হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে অধীরের ছবিতে সাজানো সেই ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে।
এই ঘটনায় তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ উঠেছে। নবগ্রাম ব্লক কংগ্রেস পশ্চিম জোনের সভাপতি মীর বাদাম আলির দাবি, “এর আগেও সুকির মোড় এবং কান্দিতে একই ভাবে ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছিল। তার পর শুক্রবার একই ঘটনা ঘটল নবগ্রামে।”