Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোদী-বিরোধিতায় বিপাকে অভিনেত্রী

কন্যাভ্রূণ হত্যা রুখতে হরিয়ানা সরকারের ‘বাবা-মেয়ে নিজস্বী’ প্রচার বেশ মনে ধরেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত কাল ‘মন কি বাত’-এ সে কথা জানিয়ে মোদী বলেছিলেন, গোটা দেশে ছড়িয়ে পড়ুক এই বেটি বাঁচাও আন্দোলন। আর তাঁর সেই বার্তাকেই এক হাত নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রুতি শেঠ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৫১
Share: Save:

কন্যাভ্রূণ হত্যা রুখতে হরিয়ানা সরকারের ‘বাবা-মেয়ে নিজস্বী’ প্রচার বেশ মনে ধরেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত কাল ‘মন কি বাত’-এ সে কথা জানিয়ে মোদী বলেছিলেন, গোটা দেশে ছড়িয়ে পড়ুক এই বেটি বাঁচাও আন্দোলন। আর তাঁর সেই বার্তাকেই এক হাত নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রুতি শেঠ।

মোদীর নিজস্বী-প্রীতিকে ঠুকে #সেলফিঅবসেসডপিএম লিখে শ্রুতি টুইট করেন, ‘একটা সেলফি কখনও পরিবর্তন আনতে পারে না। সমাজ সংস্কার করুন’। অভিনেত্রীর আরও বক্তব্য, যাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী ‘সেলফি উইথ ডটার’ পরিকল্পনা, সমাজের সেই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত অংশের ক’জনের হাতে ফ্রন্ট ক্যামেরা-সহ দামি ফোন রয়েছে?

তার পর সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লেখেন, ‘‘সত্যি বলছি, ছবিতেই আটকে না থেকে নিজস্বী তোলার এই মোহ থেকে বেরিয়ে আসুন। কাম অন!’’

শ্রুতির এ হেন টুইটের পরই তাঁকে আক্রমণ করে একের পর এক মন্তব্য আসতে থাকে। কেউ বলেছেন, ‘বাজে অভিনেত্রী’, কেউ বা লিখেছেন, ‘মাথা খারাপ হয়ে গিয়েছে ওঁর’। আপ-এর সমর্থক বলতেও ছাড়েননি অনেকে। শ্রুতি অবশ্য নিজের অবস্থান থেকে এতটুকু সরেননি। বরং দমে না গিয়ে বলেছেন, ‘‘বোঝাই যাচ্ছে আপনারা বিজেপি-ভক্ত। ভাল। এ বার কাজের কাজ কিছু করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE