Advertisement
২৫ এপ্রিল ২০২৪
NRC

সংসদেও এনআরসি করুক বিজেপি, কটাক্ষ অধীরের

শুক্রবার জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর উদ্বেগের ছায়া নেমে এসেছে অসমে।

এনআরসি নিয়ে বিজেপিকে কটাক্ষ অধীরের। —ফাইল চিত্র।

এনআরসি নিয়ে বিজেপিকে কটাক্ষ অধীরের। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ১৮:৩৮
Share: Save:

অসমে নাগরিকত্ব প্রমাণ করতে পারেননি ১৯ লক্ষ মানুষ। তা নিয়ে এ বার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রীয় সরকার অসমের পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে ছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে নয়াদিল্লির ১০ জনপথে কংগ্রেস দফতরে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গাঁধী-সহ এ কে অ্যান্টনি, গৌরব গগৈয়ের মতো নেতা। সেখানে থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধীর। তখন কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। অধীর বলেন, ‘‘দেশ তো এখন ওদের দখলে। যেখানে মন চায় এনআরসি করুক। অসমের এনআরসি সামাল দিতে পারেনি। অন্য রাজ্যগুলিতেও গিয়ে দেখুক।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘পারলে‌ সংসদেও এনআরসি করুক কেন্দ্রীয় সরকার। আমার বাবা বাংলাদেশে ছিলেন। সে ক্ষেত্রে আমিও বহিরাগত।’’

শুক্রবার জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর উদ্বেগের ছায়া নেমে এসেছে অসমে। দীর্ঘদিন এ দেশে বাস করা সত্ত্বেও তালিকায় ঠাঁই হয়নি ১৯ লক্ষ মানুষের। অনেকে আবার চিহ্নিত হয়ে যাওয়ার আশঙ্কায় তালিকায় নাম তোলার জন্য আবেদনই করেননি। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। তাঁর কথায়, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন, দেশের কোনও বৈধ নাগরিককে বার করে দেওয়া চলবে না। সরকারকেই তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’’

আরও পড়ুন: অসমে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ, বাদ পড়লেন ১৯ লক্ষ​

আরও পড়ুন: এ বার দিল্লিতেও এনআরসি, হুঁশিয়ারি বিজেপিনেতা মনোজ তিওয়ারির​

অসমের পরিস্থিতি নিয়ে এ দিন উদ্বেগ প্রকাশ করেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়েইসিও। তিনি বলেন, ‘‘এই নাগরিক বিল নিয়ে আমি সন্দিহান। আমার মনে হয়, এই বিলের মাধ্যমে অ-মুসলিমদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, যা সমানাধিকারের পরিপন্থী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE