Advertisement
E-Paper

‘বিউটি উইথ ব্রেন’ খুঁজছে বিজেপি, ফর্মপূরণ চলছে!

আপাতত মধ্যপ্রদেশেই এই প্রতিযোগিতার আয়োজন করেছে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব। অন্য রাজ্যগুলি বিজেপি নেতৃত্বও একইভাবে ‘মিস সোশ্যাল’-এর স্মরণাপন্ন হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১২:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সোশ্যাল মিডিয়া যুদ্ধবাজ!

সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে বিজেপিকে একের পর এক তিরে বিদ্ধ করে চলেছে কংগ্রেস। আর তাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে কংগ্রেসকে ধরাশায়ী করতে এবার বিজেপির অস্ত্র এই যুদ্ধবাজরা। যুদ্ধবাজের খোঁজে খুব তাড়তাড়ি ‘মিস সোশ্যাল’ প্রতিযোগিতারও আয়োজন করে ফেলেছে বিজেপি! আপাতত মধ্যপ্রদেশেই এই প্রতিযোগিতার আয়োজন করেছে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব। অন্য রাজ্যগুলি বিজেপি নেতৃত্বও একইভাবে ‘মিস সোশ্যাল’-এর স্মরণাপন্ন হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

কী এই ‘মিস সোশ্যাল’ প্রতিযোগিতা? এটাকে মিস ইন্ডিয়া বা মিস ওয়ার্ল্ডের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই প্রতিযোগিতায় আবেদনের জন্য দুটো শর্ত রয়েছে। এক, আবেদনকারীকে সোশ্যাল মিডিয়ায় সড়গড় হতে হবে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তাঁর স্বচ্ছ্ন্দ হওয়া মাস্ট। দুই, রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলো সম্বন্ধে ভালভাবে অবগত হতে হবে।

মধ্যপ্রদেশের বিজেপির মহিলা মোর্চার প্রধান লতা পোশাকি ভাষায় বিজেতাদের ‘বিউটি উইথ ব্রেন’ বলে সম্বোধন করছেন। তিনি বলেন, ‘‘মহিলাদের জন্য সোশ্যাল মিডিয়াকে অন্য ভাবে কাজে লাগানোর প্রয়াস এটা। এতে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তাঁরা অন্যকেও জানাতে পারবেন। বিশেষ করে মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে, তা অনেকেই জানেন না। প্রতিযোগিতায় বিজেতাদের কাজ হবে সেই প্রকল্পগুলো তাঁদের জানানো। আবেদনকারীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকসেস থাকা বাধ্যতামূলক।’’ তিনি আরও জানান, প্রতিযোগিতা একমাত্র সেই সমস্ত মহিলাদের জন্যই যাঁরা সোশ্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যদের নানান বিষয় সম্বন্ধে শিক্ষিত করে তুলতে চান। ইচ্ছুক মহিলারা আগামী ৩১ অগস্টের মধ্যে আবেদন করতে পারেন, জানান তিনি।

আরও পড়ুন: জয়ী এনডিএ প্রার্থী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ

তবে বিষয়টা শুধুমাত্র ফর্মপূরণ এবং তার থেকে বাছাই পর্বেই স্থগিত থাকবে না। রীতিমতো পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে ‘বিউটি উইথ ব্রেন’দের। তার জন্য থাকছে ৫০ নম্বরের প্রশ্নোত্তর পর্ব এবং বাকি ৫০ নম্বর থাকছে গত এক বছরে আবেদনকারীর সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণের উপর। ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতা হবে আর তার ১০ দিন পর অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ফল ঘোষণা। জেলা, ডিভিশন এবং রাজ্যস্তরে এই প্রতিযোগিতা হবে। বিজেতাদের জন্য অকর্ষণীয় পুরস্কারও রেখেছেন ওই রাজ্যের বিজেপি নেতৃত্ব। পুরস্কারের তালিকায় রয়েছে মোবাইল ফোন, ট্যাব এমনকি ল্যাপটপও।

বিজেপির এই ‘মিস সোশ্যাল’ প্রতিযোগিতা নিয়ে এখনও পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দল অবশ্য কোনও মন্তব্য করেনি।

দেশের রাজনীতি, দেশের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

BJP Miss social বিজেপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy