Advertisement
২৭ এপ্রিল ২০২৪
cbi

রাজীব জেরার রিপোর্ট আজ সিল করা খামে সুপ্রিম কোর্টে জমা দেবে সিবিআই

কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে প্রশ্ন করতে গিয়ে মিলেছে অনেক বিস্ফোরক তথ্য। শিলংয়ে টানা ৫ দিনে ৩৫ ঘণ্টারও বেশি চলা ওই প্রশ্নোত্তর পর্বে যা যা মিলেছে তা সবিস্তারে মুখবন্ধ খামে শীর্ষ আদালতে বুধবার জমা দেবে সিবিআই।

সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৫
Share: Save:

কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে প্রশ্ন করতে গিয়ে মিলেছে অনেক বিস্ফোরক তথ্য। শিলংয়ে টানা ৫ দিনে ৩৫ ঘণ্টারও বেশি চলা ওই প্রশ্নোত্তর পর্বে যা যা মিলেছে তা সবিস্তারে মুখবন্ধ খামে শীর্ষ আদালতে বুধবার জমা দেবে সিবিআই।

সারদা তদন্তে সিবিআইকে অসহযোগিতা করছে রাজ্য। সেই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মামলার ফের শুনানি এ দিন। মূল অভিযোগের পাশাপাশি সিবিআইয়ের অভিযোগ ছিল, শীর্ষ আদালতের নির্দেশ অবমাননা করেছে রাজ্য। তারও এ দিন শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ২০ ফেব্রুয়ারি ওই দুই মামলার শুনানি থাকলেও মুলতুবির নির্দেশ দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কারণ তিন বিচারপতি নিয়ে গঠিত বেঞ্চের অন্যতম সদস্য এল নাগেশ্বর রাও ওই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। শুনানির দিন নির্ধারিত হয় বুধবার।

সূত্রের খবর, সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি রাজ্যের পক্ষে অতিরিক্ত হলফনামা পেশ করে সিবিআইয়ের করা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। রাজীব কুমার নিজেও আলাদা হলফনামা পেশ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এ দিন তারই পাল্টা হলফনামা পেশ করতে চলেছে সিবিআই।

আরও পড়ুন: এর আগে কতবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে জানেন?​

১৮ ফেব্রুয়ারি সিবিআইয়ের এসপি পি সি কল্যাণের পেশ করা ২০ পাতার হলফনামায় বড় অংশ ছিল কী ভাবে ৩ ফেব্রুয়ারি সিবিআই আধিকারিকদের উপর রীতিমতো বলপ্রয়োগ করে কাজে বাধা দেয় কলকাতা পুলিশ যখন তাঁরা তৎকালীন পুলিশ কমিশনারের সরকারি বাসভবনে গিয়েছিলেন তদন্তের প্রয়োজনে। সেই অভিযোগ অস্বীকার করেন রাজীব কুমার।

আরও পড়ুন: সোপিয়ানে সেনা অভিযানে নিকেশ দুই জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই​

সিবিআই সূত্রের খবর, এ দিন রাজীব কুমারের ওই হলফনামার পাল্টা তিনটি হলফনামা পেশ করবে সিবিআই। সামগ্রিক তদন্ত নিয়ে এসপি পিসি কল্যাণ যেমন তার বক্তব্য হলফনামা আকারে আদালতকে জানাবেন, তেমনই সিবিআইয়ের সারদা মামলার তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধন আলাদা হলফনামা দিয়ে আদালতকে জানাবেন ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের সরকারি বাংলোর সামনে তাঁর কি অভিজ্ঞতা হয়েছিল। অন্যদিকে সূত্রের খবর, সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবও ওই দিন তাঁর নিজের অভিজ্ঞতা জানিয়ে পাল্টা হলফনামা পেশ করবেন।

সিবিআইয়ের দাবি, এ দিন তাঁরা ফের এক দফা প্রমান আদালতে জমা দেবেন যেখানে পরিষ্কার যে ২০১৪ সালে তাঁরা তদন্তভার নেওয়ার পর থেকে কী ভাবে রাজ্য পুলিশ তদন্তে অসহযোগিতা করছে। সেই সঙ্গে রাজীব কুমারের সঙ্গে সিবিআইয়ের প্রশ্নোত্তর পর্বের বিশদ রিপোর্ট দেওয়া হবে আদালতে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে ফের কোনও অতিরিক্ত হলফনামা পেশ করা হবে কী না তা রাজ্যের আইনজীবীরা জানাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE