সাত পাকে বাঁধা পড়লেন অম্বানী কন্যা। মুম্বইয়ে মুকেশ অম্বানীর আবাস অ্যান্টিলিয়াতে সনাতনী প্রথায় বিয়ে করলেন মুকেশ অম্বানী এবং নীতা অম্বানীর একমাত্র কন্যা ঈশা। পাত্র পিরামল গ্রুপের অজয় পিরামল ও স্বাতী পিরামলের পুত্র আনন্দ পিরামল।
বিয়ের সময় আনন্দকে ঈশার ‘বরমালা’ পরানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে তা। বিয়ের সময় মালা পরাতে গিয়ে ঈশা কী করলেন জানেন?
ভাই আকাশ ও আনন্দের সঙ্গে মন্ডপে আসেন ঈশা। মালাবদলের সময় আনন্দকে মজা করে মাথার উপরে তুলে মালা পরানোর কাজটা মজা করেই বেশ জটিল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু নিখুঁত ভাবেই নববধূ ঈশার গলায় মালা পরিয়ে দু’হাত উপরে তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে আনন্দকে।
আরও পড়ুন: বিদেশি মিডিয়াগুলোর নজরও এখন ঈশা অম্বানির বিয়েতে! কেন বলুন তো?
ঈশার কাকা অনিল অম্বানীকেও হাততালি দিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানাতে দেখা যায় ভিডিয়োটিতে। অর্থাৎ বেশ খোশমেজাজেই যে আছেন নবদম্পতি, সেটাও বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: ঈশার প্রি-ওয়েডিংয়ে নানা দেশের সেরা ডেজার্ট দেখলে চমকে যাবেন আপনিও