Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Manohar Parrikar

অসুস্থ পর্রীকর, গোয়ায় সরকার গড়তে চেয়ে রাজ্যপালের কাছে কংগ্রেস

পরিস্থিতি এতটাই জটিল যে, এই মুহূর্তে দলের বিজেপি বিধায়কদের গোয়া না ছাড়তে অনুরোধ করেছে দল।

অসুস্থ মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।— ফাইল চিত্র।

অসুস্থ মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।— ফাইল চিত্র।

সংবাদসংস্থা
পানজিম শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৪:৫৮
Share: Save:

জটিল থেকে জটিলতর হচ্ছে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি।

একদিকে, মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের শারীরিক অবস্থা খারাপ। অন্যদিকে, বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার মৃত্যু এবং মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় ফের একবার সরকার গঠনের দাবি তুলল কংগ্রেস। পরিস্থিতি এতটাই জটিল যে, এই মুহূর্তে দলের বিজেপি বিধায়কদের গোয়া না ছাড়তে অনুরোধ করেছে দল।

গতকাল, শনিবার গোয়ায় সরকার গড়ার দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে কংগ্রেস। রাজ্যপাল মৃদুলা সিনহাকে লেখা চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি চন্দ্রকান্ত কাভলেকরের দাবি, সম্প্রতি বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার মৃত্যুতে মনোহর পর্রীকরের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই অবস্থায় একক বৃহত্তম দল হিসেবে রাজ্যপাল কংগ্রেসকে সরকার গড়ার সুযোগ দিন। সংখ্যালঘু বিজেপি সরকারকে বরখাস্ত করা হোক।

চিঠিতে চন্দ্রকান্তের দাবি, ‘‘আমাদের অনুমান, বিজেপির বিধায়ক সংখ্যা আরও কমতে পারে।’’ রাজ্যপালের কাছে তাঁর অনুরোধ, কোনও সংখ্যালঘু সরকারকে কাজ চালিয়ে যেতে দেওয়া ঠিক নয়। ওই চিঠিতে কাভলেকর বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যেই পাকিস্তানও মিশে যাবে ভারতে, বললেন আরএসএস নেতা

আরও পড়ুন: প্রয়াগরাজ থেকে বারাণসী, ভোটপ্রচারে কাল গঙ্গায় ১৪০ কিলোমিটার নৌসফর শুরু প্রিয়ঙ্কার

বর্তমানে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১৩। অন্য দিকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৪। বছর দেড়েক আগে গত বিধানসভা ভোটে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও মনোহর পর্রীকরের নেতৃত্বে সরকার গঠন করে বিজেপি। সে সময় গোয়া ফরওয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও তিন নির্দলের সমর্থনে সরকার গড়েছিলেন পর্রীকর। কিন্তু মাস কয়েক আগে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে শুয়ে থাকতে দেখেই ক্ষমতার সমীকরণে নতুন মোড় আনার চেষ্টা শুরু হয়।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goa Manohar Parrikar BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE