Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Coronavirus

করোনায় আক্রান্ত আরও ১, আজ ফের বৈঠক

আতঙ্ক ছড়িয়েছে সংসদেও। গত কালই বেশ কিছু সাংসদ মুখোশ পরে অধিবেশনে এসেছিলেন।

সতর্ক: করোনাভাইরাস প্রতিরোধে মুখোশ পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকছে পড়ুয়ারা। বৃহস্পতিবার আগরায়। পিটিআই

সতর্ক: করোনাভাইরাস প্রতিরোধে মুখোশ পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকছে পড়ুয়ারা। বৃহস্পতিবার আগরায়। পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৪:০০
Share: Save:

নতুন এক জন আক্রান্তের খবরে এ দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০। অন্যান্য দেশের মতো ভারতেও যে-ভাবে করোনা ছড়াতে শুরু করেছে তাতে কোনও ঝুঁকি না-নিয়ে আগামিকাল রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। মূলত করোনা আক্রান্তদের চিহ্নিতকরণ, তাঁদের আলাদা রাখা, পর্যবেক্ষণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় গড়ে তুলতেই ওই বৈঠক।

গাজিয়াবাদে নতুন করে এক জনের সংক্রমণের খবর আসায় আতঙ্ক ছড়িয়েছে দিল্লি-সহ জাতীয় রাজধানী এলাকায়। ঝুঁকি না-নিয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব সরকারি-বেসরকারি প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ দিল্লিতে অবশ্য নতুন কোনও সংক্রমণের খবর নেই। তবে কাশ্মীরে পাঁচ জনের মধ্যে জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। পাঁচ জনের মধ্যে এক জন তাইল্যান্ড, দু’জন ইরানের ও বাকি দু’জন সম্প্রতি চিনের উহান গিয়েছিলেন। একই ভাবে বিশাখাপত্তনম বিমানবন্দরে নামা পাঁচ ভারতীয়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ পাওয়া গিয়েছে। ওই ব্যক্তিরা সিঙ্গাপুর-মালয়েশিয়া গিয়েছিলেন। কেরল থেকে বেঙ্গালুরুতে পড়তে আসা এক ছাত্রের দেহে ওই ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ মিলেছে। নজরদারিতে রাখা হয়েছে তাঁকেও। আপাতত ‘ইনারলাইন পারমিট’ দেওয়া বন্ধ রাখছে সিকিম। বেশ কিছু বহুজাতিক সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দিয়েছে।

আতঙ্ক ছড়িয়েছে সংসদেও। গত কালই বেশ কিছু সাংসদ মুখোশ পরে অধিবেশনে এসেছিলেন। আজ সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। সংসদের নিরাপত্তারক্ষীদেরও মুখোশ পরে তল্লাশি করতে দেখা যায়। আজ সংসদের দু’কক্ষেই করোনাভাইরাস নিয়ে বক্তৃতা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি সংসদ তথা দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘‘এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংক্রমণ রোখার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। আমি তো বিষয়টি দেখছি, প্রধানমন্ত্রীও নিজে তদারক করছেন।’’ আগামী সপ্তাহে ব্রাসেলেসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে তিনি যাচ্ছেন না বলে জানিয়েছেন মোদী।

করোনাভাইরাস: দিনভর যা হল

• ইরান-ফেরত গাজিয়াবাদের এক বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত। আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০।
• দেশে ২৮,৫২৯ জনের উপরে নজরদারি কেন্দ্রের।
• গুরুগ্রামে মোবাইল-ওয়ালেট সংস্থার এক কর্মী করোনায় আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসা পাঁচ জন পর্যবেক্ষণে।
• কাশ্মীরে পাঁচ জনের শরীরে ওই ভাইরাসের লক্ষণ। আলাদা রাখা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ইরান, এক জন তাইল্যান্ড, বাকি দু’জন চিনের উহান গিয়েছিলেন।
• কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, উত্তরাখণ্ড ও পঞ্জাবের পদস্থ কর্তাদের বৈঠক। ওই রাজ্যগুলির সীমান্ত দিয়ে যাঁরা ঢুকছেন, তাঁদের উপরে নজরদারি সংক্রান্ত বিষয়ে আলোচনা।
• দিল্লির কেন্দ্রীয় স্কুল-সহ সব সরকারি-বেসরকারি প্রাইমারি স্কুল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ।
• রবিবার থেকে বন্ধ
রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাসেলস সফর স্থগিত রাখা হল।
• দিল্লি পুরসভায় বাতিল বায়োমেট্রিক হাজিরা।
• বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ, কাজের সূত্রে বিমানযাত্রাও বন্ধ।
• ইটালি, দক্ষিণ কোরিয়া থেকে আগত যাত্রীদের কাছে করোনা মুক্ত শংসাপত্র থাকলে ভারতে ঢুকতে পারবেন। প্রবেশের আগে নিয়মমাফিক পরীক্ষা।
• বিদেশি পর্যটকদের জন্য ইনার লাইন পারমিট
বন্ধ সিকিমে।

এ দিকে করোনা প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে আজ সমালোচনায় সরব হন রাহুল গাঁধী। টুইট করে বলেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রী বলছেন করোনা সমস্যা নিয়ন্ত্রণে রয়েছে। যেন মনে হচ্ছে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন তাদের যাত্রীদের বলছেন, ভয় নেই ওই জাহাজ ডুববে না।’’ জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি বলেন, ‘‘রাহুল কিছুই বোঝেন না। টাইটানিক সিনেমাটিও বুঝেছেন কি না সন্দেহ।’’

গত কাল থেকেই বিদেশ থেকে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে আন্তঃমন্ত্রী গোষ্ঠীও। পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘সব দেশে ভারতীয় দূতাবাস ২৪ ঘণ্টা খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’’

কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা চূড়ান্ত ভাবে জানিয়ে থাকে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজি। আজ লোকসভায় এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, আক্রান্তের সংখ্যা বাড়লে ওই প্রতিষ্ঠানের পক্ষে সামলানো কঠিন হবে। তিনি অবিলম্বে ওই ধাঁচের আরও প্রতিষ্ঠান তৈরিতে জোর দেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই ধাঁচের ১৫টি গবেষণাগার তৈরির কাজ চলছে। কংগ্রেসের অধীর চৌধুরী ও তৃণমূলের সৌগত রায় ভারতের সঙ্গে নেপাল এবং বাংলাদেশের সীমান্তে নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন। দেশের মুখোশ ও স্যানিটাইজ়ারের ঘাটতি নিয়ে সরব হন অধীর। সৌগত জোর দেন সাধারণ মানুষকে সচেতন করার প্রশ্নে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Ministry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE