Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Migrant Workers

পরিযায়ীদের কাজের জায়গায় ফেরাতে ট্রেন

লকডাউনের মধ্যে আর্থিক সমস্যায় পড়ে বহু পরিযায়ী শ্রমিকই নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন।

ছবি: এপি।

ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০৪:৩৪
Share: Save:

লকডাউন ওঠার পরে কল-কারখানা খুললে যাতে কর্মীর অভাব না-হয়, তা নিশ্চিত করতে যে সব পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে গিয়েছেন কেন্দ্র তাঁদের কাজের জায়গায় ফেরানোর ব্যবস্থা করবে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার কলকাতায় ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, ‘‘এ জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে সরকার।’’ সেই সঙ্গে শ্রমিকদের কাজে ফেরানোর জন্য মালিকপক্ষকেও তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলার উপরে জোর দেন ঠাকুর।

এ দিন দেশ জুড়ে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। তা বাড়ানো হয়েছে ৩০ জুন পর্যন্ত। এ দিকে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ক্রমশ কল-কারখানা চালু করার অনুমতি দিতে শুরু করেছে।

অথচ লকডাউনের মধ্যে আর্থিক সমস্যায় পড়ে বহু পরিযায়ী শ্রমিকই নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। মাইলের পর মাইল হাঁটা বা শ্রমিক স্পেশাল ট্রেনে তাঁদের বাড়ি ফেরার সেই দৃশ্য দেখেছে দেশ। যাঁরা এখনও ঘরে ফেরেননি, তাঁরাও সেই প্রস্তুতি নিচ্ছেন। এই অবস্থায় কারখানা খুললেও কর্মীর অভাবে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে শিল্প মহল। ভারত চেম্বারের সভাপতি রমেশ কুমার সারোগীও সভায় সেই আশঙ্কার কথা জানিয়েছেন। তার উত্তরেই বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনার কথা বলেন ঠাকুর।

আরও পড়ুন: আনলকডাউন শুরু হচ্ছে কাল, তবে কন্টেনমেন্ট জ়োন লকডাউনেই

আরও পড়ুন: রাজ্যে লকডাউন কতটা? দেখে নিন ১৫ দিনের নির্দেশিকা

এ দিকে লকডাউনের জন্য কারখানা বন্ধ থাকা সত্ত্বেও বিদ্যুতের স্থায়ী খরচ-সহ আরও কিছু খরচ সংস্থার মালিককে বহন করতে হচ্ছে বলে অভিযোগ শিল্পের। অনুরাগ বলেছেন, ‘‘বেশ কিছু রাজ্য আপাতত বিদ্যুতের বিল না-মিটিয়ে পরে মেটানোর সুবিধা দিয়েছে কারখানাগুলিকে। পশ্চিমবঙ্গেরও উচিত টাকা মেটানোর বিষয়টি অন্তত ছ’মাস পিছিয়ে দেওয়া।’’

সেই সঙ্গে উৎসে করে (টিডিএস) কেন্দ্র যে সুবিধাগুলি দেওয়ার কথা ঘোষণা করেছে, তা কার্যকর করার জন্য খুব শীঘ্রই অধ্যাদেশ জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে আবাসন শিল্পের চাহিদার সমস্যা খতিয়ে দেখারও আশ্বাস দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Migrant Workers Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE