Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Coronavirus

তিন গুণ দামে ট্রেনের টিকিট! প্রতিবাদ করায় পরিযায়ী শ্রমিককে মার, অভিযুক্ত বিজেপি নেতা

ওই ভিডিয়োরই শেষের দিকে দেখা যাচ্ছে, কয়েক জন লোক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পেটাচ্ছেন। তাঁদেরই এক জন রাজেশ বলে দাবি ওই পরিযায়ী শ্রমিক দলের।

আক্রান্ত শ্রমিক (বাঁ দিকে)। মারধরের দৃশ্য ক্যামেরাবন্দি। ছবি: টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

আক্রান্ত শ্রমিক (বাঁ দিকে)। মারধরের দৃশ্য ক্যামেরাবন্দি। ছবি: টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

সংবাদ সংস্থা
সুরত শেষ আপডেট: ০৮ মে ২০২০ ২১:১৫
Share: Save:

কেন্দ্র ছাড়পত্র দিতেই দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের অধিকাংশই ফিরছেন ট্রেনে করে। কিন্তু গুজরাতের সুরতে পরিযায়ী শ্রমিকদের কাছে তিন গুণ দামে টিকিট বিক্রির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, বেশি দাম নেওয়ার প্রতিবাদ করায় ঝাড়খণ্ডের এক শ্রমিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা রাজেশ বর্মার বিরুদ্ধে। সুরতের বিজেপি নেতা নিতিন ভাজিওয়ালার অবশ্য দাবি, রাজেশ বর্মা তাঁদের দলের সঙ্গে যুক্ত নন।

সুরতের কংগ্রেস নেতা সরল পটেল আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিকের একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমরা রাজেশ বর্মাকে ১ লাখ ১৬ হাজার টাকা দিয়েছিলাম। আমি টিকিট আনতে গেলে রাজেশ বর্মা টিকিট দেননি। ফেরত দেননি টাকাও। ২ হাজার টাকা করে এক একটা টিকিট বিক্রি করছেন। আমি প্রতিবাদ করায় রাজেশ বর্মা ও তাঁর লোকজন লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে।’’ রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আরও বলেন, ‘‘রাজেশ বর্মাই সবচেয়ে বেশি মেরেছেন। আমার মাথা কাজ করছে না। আমি যে টাকা দিয়েছি, তার প্রমাণও আছে। আমাদের সবার কাছে টোকেন আছে। কিন্তু উনি টিকিট দিতে অস্বীকার করেছেন।’’

তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক জনও রাজেশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘যাঁদের টোকেন নেই, তাঁরা টিকিট পেয়ে যাচ্ছেন। কিন্তু যাঁদের আছে, তাঁরা পাচ্ছেন না। আমরা টাকা দিয়েছি, টিকিট পাওয়া উচিত। আমরা সবাই বিপদের মধ্যে আছি। অন্য কোনও ভাবে বাড়ি ফেরারও উপায় নেই। শুধু আমাদের টিকিটটা দিন আর আমাদের বাড়ি ফিরতে দিন।’’

আরও পড়ুন: ১০০ মাইল হাঁটার ক্লান্তিতেই কালঘুম, রেললাইনে পড়ে রইল বাসি রুটির টুকরো

ওই ভিডিয়োরই শেষের দিকে দেখা যাচ্ছে, কয়েক জন লোক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পেটাচ্ছেন। তাঁদেরই এক জন রাজেশ বলে দাবি ওই পরিযায়ী শ্রমিক দলের।

কংগ্রেস নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ওই ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি অন্য একটি টুইটে তাঁরা লিখেছেন, কংগ্রেস কর্মীরা গুজরাতে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। অন্য দিকে, বিজেপি শ্রমিকদের কাছ থেকে টাকা লুটছে আর তাঁদের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে। এটা লজ্জাজনক।’’

আরও পড়ুন: এ বছর দেশের আর্থিক বৃদ্ধি হবে ০%, আরও ভয়াবহ পূর্বাভাস মুডিজ-এর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE