Advertisement
২৬ এপ্রিল ২০২৪
fani

উপগ্রহ থেকে তোলা ফণীর ছবি

বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত টুইটার হ্যান্ডলে ফণীর সেই সব ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভারতের পূর্ব উপকূলের ওপর ঘন মেঘ গভীর ঘূর্ণাবর্ত আকারে জমে রয়েছে

জাপানের হিমাওয়ারি ৮ উপগ্রহের ক্যামেরায় ফণী। ছবি : টুইটার থেকে নেওয়া।

জাপানের হিমাওয়ারি ৮ উপগ্রহের ক্যামেরায় ফণী। ছবি : টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১৮:৪৫
Share: Save:

ভারতের পূর্ব উপকূলের ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার অনেক আগে থেকেই ভারতীয় ও বিদেশের উপগ্রহগুলি নজর রাখছিল। প্রতি মূহুর্তের খবর, ছবি ও ফণীর গতিপথের খবর পাওয়া যাচ্ছিল। এবার সেই সব ছবির মধ্যে থেকে বাছাই করা কিছু উপগ্রহ চিত্র প্রকাশ পেল।

আবহাওয়ার উপর নজর রাখার উপগ্রহ যেমন, আমেরিকান ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন-২০ (এনওএএ-২০, জাপানের হিমাওয়ারি ৮, নাসার অ্যাকোয়া স্যাটেলাইট ও এনওএএ-র সুওমি এনপিপি উপগ্রহ ফণীর দিকে সারাক্ষণ নজর রেখেছিল।

বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত টুইটার হ্যান্ডলে ফণীর সেই সব ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভারতের পূর্ব উপকূলের ওপর ঘন মেঘ গভীর ঘূর্ণাবর্ত আকারে জমে রয়েছে। বিভিন্ন ছবি থেকেই বোঝা যাচ্ছে ফণীর আকার ও শক্তি কেমন ছিল।

আরও পড়ুন : সম্পাদক সমীপেষু: নামটি তার চমৎকার

আরও পড়ুন : সুপার সাইক্লোন ছাপিয়ে মন্দির চত্বরে ছাপ ঝড়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

satellite picture cyclone fani Fani ফণী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE