Advertisement
২৫ এপ্রিল ২০২৪
FCRA

স্বর্ণমন্দিরে বিদেশি অনুদানে সায় অমিত শাহের

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, শ্রী দরবার সাহিবকে আগামী পাঁচ বছরের জন্য এফসিআরএ আইন অনুযায়ী জনপরিষেবায় বিদেশি অনুদান গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

অমৃতসর স্বর্ণমন্দির— ফাইল চিত্র।

অমৃতসর স্বর্ণমন্দির— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৬:১২
Share: Save:

পঞ্জাব জুড়ে করোনা পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে অমৃতসর স্বর্ণমন্দির। সেই সেবামূলক কাজে এ বার সহায়তার হাত বাড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। ২০১০ সালের বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) অনুযায়ী স্বর্ণমন্দির পরিচালন কর্তৃপক্ষ, শ্রী দরবার সাহিব (হরমিন্দর সাহিব)-কে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। টুইটারে তিনি লেখেন, ‘‘শ্রী দরবার সাহিব আমাদের শক্তির উৎস। গত কয়েক দশক সেখানকার সেবাকার্যে বিশ্ব অংশ নিতে পারেনি। নরেন্দ্র মোদী সরকারের এফসিআরএ অনুমোদনের সিদ্ধান্ত শ্রী হরমিন্দর সাহিব ও বিশ্বের সংযোগকে আরও নিবিড় করল।’’

অমিতের কথায়, ‘‘হরমিন্দর সাহিবকে এই এফসিআরএ অনুমোদন মানবসেবায় নিয়োজিত শিখ ভাইবোনেদের কাছে নয়া দিশানির্দেশ।’’ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, শ্রী দরবার সাহিবকে আগামী পাঁচ বছরের জন্য এফসিআরএ আইন অনুযায়ী জন পরিষেবায় বিদেশি অনুদান নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি লকডাউন পর্বে হরমিন্দর সাহিবের লঙ্গরখানায় খাদ্যশস্য দান করেছিল পঞ্জাবের বিভিন্ন মুসলিম সংগঠন। সেই ঘটনা উঠে এসেছিল খবরের শিরোনামে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেন, ‘‘মানব সেবাই শিখ ধর্মের স্তম্ভ।’’ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরৎ কউর শুক্রবার বলেন, ‘‘হরমিন্দর সাহিবে এফসিআরএ আইনে বিদেশি অনুদান গ্রহণের অনুমোদন দেওয়ায় অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি।’’

আরও পড়ুন: চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে দিশা মিলল না প্যাংগংয়ে ‘বরফ গলা’র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE