Advertisement
১১ মে ২০২৪
Babul Supriyo

গুগ্‌লে ‘মৃত’ বাবুল সুপ্রিয়! টুইটারে ক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীর

ঘটনা জানার পরই টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী বাবুল সু্প্রিয়।

গুগলের এই তথ্য ঘিরেই শুরু হয় বিতর্ক। গ্রাফিক- শৌভিক দেবনাথ

গুগলের এই তথ্য ঘিরেই শুরু হয় বিতর্ক। গ্রাফিক- শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ২১:১৯
Share: Save:

২০১১ সালের ৩০ ডিসেম্বর ‘মারা গিয়েছেন’ বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সবাইকে হতচকিত করে এমনটাই দেখাতে শুরু করে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগল। গুগলের মতো সার্চ ইঞ্জিনে এই ভুল খবর দেখে অবাক হন অনেকেই। যা দেখার পর নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি খোদ বাবুল সুপ্রিয়ও।


ঘটনা জানার পরই টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী বাবুল সু্প্রিয়। টুইট করে তিনি জানান, ‘‘গুগ্‌লে আমার নাম দিয়ে খুঁজতে গিয়ে দেখতে পেলাম ২০১১ সালের ৩০ ডিসেম্বর আমি মারা গিয়েছি। আমি বিস্মিত। আমি আপনাদের লিখে জানাতে পারি যে, আমি বেঁচে আছি। দয়া করে আমাকে ফের বাঁচিয়ে তুলুন। আমার কাছে জীবন এখনও সুন্দর। পিকচার এখনও বাকি আছে বন্ধু!’’

বাবুলের এই টুইট সামনে আসার কিছু ক্ষণ পরই অবশ্য নিজেদের ভুল শুধরে নেয় গুগ্‌ল। প্লে ব্যাক সিঙ্গার থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা এই কেন্দ্রীয় মন্ত্রীর ডেটাবেস থেকে মৃত্যু দিন মুছে দেয় তারা।

আরও পড়ুন: কংগ্রেসের দেখানো পথেই ‘কল্পতরু’ বিজেপি! ৬৫০ কোটির বিদ্যুৎ বিল মকুব গুজরাতে

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Supriyo Google BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE