Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

দিল্লিতে আপের সঙ্গে জোট নয়, রাহুলের বৈঠকের পর জানাল কংগ্রেস

বৈঠকের পর শীলা দীক্ষিত সংবাদ মাধ্যমে জানান, দিল্লিতে আপের সঙ্গে জোট হচ্ছে না। রাহুল গাঁধীর সামনে এ নিয়ে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়েছে। জোটের কোনও সম্ভাবনা নেই।

দিল্লিতে আপের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। জানিয়ে দিলেন শীলা দীক্ষিত। —ফাইল চিত্র

দিল্লিতে আপের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। জানিয়ে দিলেন শীলা দীক্ষিত। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৬:০৭
Share: Save:

অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছিলেন, আসন্ন লোকসভা ভোটে দিল্লিতে মহাজোটে ‘না’ করে দিয়েছে কংগ্রেস। কখনও বলেছেন, কংগ্রেসকে বোঝাতে বোঝাতে তিনি ক্লান্ত। কিন্তু তার পরও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতিতে নতুন করে কংগ্রেসের সঙ্গে আপের জোটের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে মহাজোটের সব সম্ভবানায় জল ঢেলে দিল কংগ্রেস। দিল্লির নেতাদের নিয়ে রাহুল গাঁধীর বৈঠকের পর শীলা দীক্ষিত জানিয়ে দিলেন, দিল্লিতে আপের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেসের।

লোকসভা ভোটে বিজেপি বিরোধী মহাজোটের তোড়জোড় শুরু হওয়ার পর থেকেই অরবিন্দ কেজরীওয়াল জোটের পক্ষে সওয়াল করলেও কংগ্রেসের তরফে তেমন তাপ উত্তাপ ছিল না। এই পরিস্থিতিতে শনিবারই দিল্লিতে সাতটির মধ্যে ছ’টি আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছিলেন কেজরীওয়াল। কিন্তু পুলওয়ামায় জঙ্গি হানা এবং তার পর ভারতীয় বায়ুসেনার অভিযান ও পাকিস্তানের হামলা এবং অভিনন্দন বর্তমানকে ফেরানোর পর নতুন পরিস্থিতিতে জোটের সম্ভাবনা তৈরি হয়। এমনও জল্পনা ছড়িয়েছিল, ৩-৩-১ ফর্মুলায় আসন সমঝোতা হতে পারে। অর্থাৎ কংগ্রেস ও আপ তিনটি করে এবং একটি আসনে দু’দলের সমর্থিত প্রার্থী দেওয়া হতে পারে। এমনকী, দু’দলের সমর্থিত প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহা এবং যশবন্ত সিনহার নামও আলোচনা হয় বলে কংগ্রেস এবং আপ সূত্রের খবর।

এই অবস্থায় মঙ্গলবার দিল্লির কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসেন দলের সভাপতি রাহুল গাঁধী। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের দিল্লির সভাপতি শীলা দীক্ষিত-সহ অন্যান্য নেতা-নেত্রীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর শীলা দীক্ষিত সংবাদ মাধ্যমে জানান, ‘‘দিল্লিতে আপের সঙ্গে জোট হচ্ছে না। রাহুল গাঁধীর সামনে এ নিয়ে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়েছে। জোটের কোনও সম্ভাবনা নেই।’’

আরও পড়ুন: বিজেপির ওয়েবসাইট হ্যাক, মোদীকে নিয়ে কুমন্তব্য, সন্দেহ পাক হ্যাকারদের দিকে

আরও পড়ুন: পুলওয়ামার ত্রালে জঙ্গিদের ডেরা ভাঙতে সেনা অভিযান, নিকেশ দুই সন্ত্রাসবাদী

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE