Advertisement
২৬ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচন ২০১৯

ছাপ্পা ভোটের ভুয়ো খবর, জাপানের কৃত্রিম আঙুলই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জাপানে ব্যবহৃত কৃত্রিম আঙুলের একটি ছবি ব্যবহার করে তা ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমন নকল আঙুল।

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমন নকল আঙুল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ২১:১৭
Share: Save:

ছাপ্পা ভোট দেওয়ার জন্য মেশিনে বানানো হচ্ছে নকল আঙুল। নকল আঙুলের মধ্যে নিজের আঙুল গলিয়ে নিলেই হল। সেই আঙুলে নির্বাচনের কালি পড়লেও বুথের বাইরে বেরিয়ে এসে খুলে ফেললেই হল। আবার নকল আঙুল পরে নিয়ে ঢুকে পড়া যাবে ভোটগ্রহণ কেন্দ্রে। এ ভাবেই দেওয়া যাবে ছাপ্পা ভোট। এই খবর নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর অবশ্য দেখা যাচ্ছে, এই খবর ভুয়ো। ভারতে নকল আঙুল ব্যবহার করে ছাপ্পা দেওয়া হবে, এই খবরের কোনও সত্যতা নেই। আসলে জাপানে ব্যবহৃত কৃত্রিম আঙুলের একটি ছবি ব্যবহার করে তা ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়

যে ছবিটি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, সেই ছবিটি গুগলে খুঁজলে দেখা যাচ্ছে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময়ও এই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও বলা হয়েছিল, ছাপ্পা ভোটের জন্যই মেশিনে এই আঙুল বানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এই কৃত্রিম আঙুল কোন কাজে ব্যবহার করা হয়, সেই খোঁজও নেওয়া হয় তখনই। জানা যায় জাপানের কুখ্যাত মাফিয়া ইয়াজুকা নামের একটি দলের কথা।

জাপানে ইয়াজুকা নামের কুখ্যাত একটি মাফিয়া দল আছে। অত্যন্ত গোপনে তারা কাজ করে এবং এই দলের সদস্য হওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। তার অন্যতম হল, কেউ কোনও কাজে ভুল করলে নিজেই নিজের আঙুলের একটি অংশ কেটে জমা দিতে হয় মাফিয়া দলের বসের কাছে। যতবার বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটবে, ততবারই আঙুল কাটার ঘটনা ঘটবে। কোনও কোনও ইয়াজুকা সদস্যের হাতের একাধিক আঙুল নেই, এমন নিদর্শনও আছে জাপানে। এরা সুস্থ জীবনে ফিরতে পারে না, কাটা আঙুলের জন্যই। তাদের সমাজের মূল স্রোতে ফেরাতেই কৃত্রিম আঙুল তৈরি করেন জাপানের চিকিৎসকেরা। সেই আঙুলের ছবিতেই ভরে গিয়েছিল ভারতের সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছিল, ভুয়ো আঙুল দিয়ে চলছে ছাপ্পা ভোটের ষড়যন্ত্র। আদপে পুরো খবরটিই ভুয়ো।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE