Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Medicine

ভুল ইঞ্জেকশন দিল দোকান, রক্তবমি করে মৃত্যু দু’বছরের শিশুর

পুলিশ সূত্রে খবর, জ্বর ও কাশি হওয়ায় বুধবার এলাকারই একটি দোকানে শিশুটিকে নিয়ে গিয়েছিলেন তার মা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৭
Share: Save:

ভুল ইঞ্জেকশন দেওয়ার জেরে মৃত্যু হল বছর দু’য়েকের এক শিশুর। অভিযোগ উঠেছে ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারার জিবিটি কনক্লেভ এলাকায়।

পুলিশ সূত্রে খবর, জ্বর ও কাশি হওয়ায় বুধবার এলাকারই একটি দোকানে শিশুটিকে নিয়ে গিয়েছিলেন তার মা। দোকান থেকে ওষুধ দেওয়া হয় তখন। কিন্তু সেই ওষুধে জ্বর না কমায় ফের ওই দোকানেই মেয়েকে নিয়ে যান মা। এ বার আর ওষুধ না দিয়ে দোকান মালিক শিশুটিকে একটি ইঞ্জেকশন দেন।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়িতে আসার পরই শিশুটির অবস্থার অবনতি হয়। রক্তবমি করতে থাকে সে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। দোকান মালিকের বিরুদ্ধে ভুল ওষুধ এবং ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medicine Injection Delhi দিল্লি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE