Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kashmir

কাশ্মীর নিয়ে পাকিস্তান বিরোধী রিপোর্ট দিল আর্জেন্টিনা-মলদ্বীপ, স্বস্তিতে নয়াদিল্লি

আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরু বলেছেন, ‘‘ওখানে গিয়ে বুঝলাম, ভারতীয় ভূখণ্ডকে নিশানা করে পাকিস্তান কী ভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০১:৩৮
Share: Save:

কাশ্মীর স্বাভাবিক— বিশ্বের সামনে এই চিত্র তুলে ধরতে দ্বিতীয় দফায় ১৫ দেশের রাষ্ট্রদূতদের উপত্যকা ঘুরিয়ে আনল মোদী সরকার। কাশ্মীর ও জম্মুর মানুষজন, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। বাকিরা এখনও মুখ না-খুললেও আর্জেন্টিনা ও বিশেষ করে মলদ্বীপের রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনও রক্তপাত ছাড়াই যে ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, মানুষ তাতে খুশি।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরু বলেছেন, ‘‘ওখানে গিয়ে বুঝলাম, ভারতীয় ভূখণ্ডকে নিশানা করে পাকিস্তান কী ভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।’’ ভারতের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে চুবুরুর বক্তব্য মিলে যাওয়াটা বিদেশ মন্ত্রকের কাছে সন্তোষের বিষয়। মলদ্বীপের রাষ্ট্রদূত আইশা মহম্মদের মন্তব্যও মোদী সরকারকে স্বস্তি দিয়েছে। আইশা বলেছেন, ‘‘শ্রীনগরে গিয়ে মনে হয়েছে, ৩৭০ প্রত্যাহারের প্রশ্নে সেখানকার মানুষ গোড়ায় খুব একটা খুশি ছিলেন না। পরে বিষয়টি মেনে নিয়েছেন। তাঁরা এ বার এগোতে চান। কোনও রক্তপাত যে ঘটেনি, এটা নিয়ে সকলে খুশি।’’ আইশার ধারণা, সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বেশি করে জানতে আগ্রহী মানুষ। জম্মু সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‘পিছিয়ে থাকা গোষ্ঠীর লোকেরা এই ভেবে উত্তেজিত যে, তাঁরা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kashmir Argentina Maldives
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE