Advertisement
০২ মে ২০২৪
National news

মেয়ের আশঙ্কাই সত্যি, নাগপুরে প্রণবের ভুয়ো ছবি ভাইরাল

র্মিষ্ঠা মুখোপাধ্যায় কিন্তু তোপ দেগেছেন আরএসএস ও বিজেপির বিরুদ্ধে। টুইটে তিনি বলেছেন, ‘‘এ রকম কিছুর আশঙ্কা থেকেই বাবাকে আমি সতর্ক করেছিলাম। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি এবং আরএসএস নোংরা খেলায় নেমে পড়েছে।’’

বাঁদিকে আসল ছবি। ডানদিকে ভুয়ো ছবি।

বাঁদিকে আসল ছবি। ডানদিকে ভুয়ো ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ১৭:৫০
Share: Save:

মেয়ে সতর্ক করলেও কানে তোলেননি বাবা প্রণব মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত কিন্তু মেয়েরআশঙ্কাটাই সত্যি হল।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভুয়ো ছবি। তাতে প্রণবের মাথায় সঙ্ঘের টুপি। বুকের কাছে হাত এনে সঙ্ঘ কর্তারা যে ভাবে অভিবাদন করেন, প্রণবও ঠিক একই ভঙ্গিমায়।

ভুয়ো ছবির পেছনে কাদের হাত রয়েছে, তা স্পষ্ট নয়। তবে প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কিন্তু তোপ দেগেছেন আরএসএস ও বিজেপির বিরুদ্ধে। টুইটে তিনি বলেছেন, ‘‘এ রকম কিছুর আশঙ্কা থেকেই বাবাকে আমি সতর্ক করেছিলাম। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি এবং আরএসএস নোংরা খেলায় নেমে পড়েছে।’’

আরও পড়ুন: মোদীহত্যার ছক কষেছিল মাওবাদীরা, গোপন চিঠি পুণে পুলিশের হাতে

আরও পড়ুন: হিন্দু বিরোধী বলেই মরতে হয়েছে গৌরীকে, জবানবন্দি ধৃতের

সারাজীবন যিনি কংগ্রেস করেছেন, রাষ্ট্রপতি পদে থেকেও যিনি কট্টর হিন্দুত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন বারবার, সেই প্রণব মুখোপাধ্যায় কেন নাগপুরে আরএসএস-এর মঞ্চে যাবেন, তা নিয়ে কংগ্রেসের মধ্যেওজল্পনা কম হয়নি। একটা সময় ছড়িয়ে পড়ে যে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যোগ দেবেন বিজেপিতে। গুজব উড়িয়ে শর্মিষ্ঠা জানান, কংগ্রেস ছাড়লে তিনি রাজনীতিও ছাড়বেন। বাবাকে উদ্দেশ্য করে তিনি টুইটে বলেছিলেন, ‘‘নাগপুরে গিয়ে বিজেপি-আরএসএসকে মিথ্যা খবর, গুজব ছড়ানোর পুরো ছাড় দিলেন আপনি।এটি সূচনা মাত্র। আরএসএস-ও বিশ্বাস করে না, বক্তৃতায় আপনি তাদের মতকে সমর্থন করবেন। কিন্তু মানুষ বক্তৃতা ভুলে যাবে। থাকবে ছবি। ভুয়ো বিবৃতি দিয়ে সেগুলি প্রচার হবে। আপনি নিশ্চয়ই বুঝেছেন, বিজেপির ‘ডার্টি ট্রিকস’ বিভাগ কাজ করে।’’

অনেকেই বলছেন, মেয়ের কথা শুনলে হয়তো ভুয়ো ছবির যন্ত্রণা এড়াতে পারতেন প্রণব। একই সঙ্গে পড়তে হত না তাঁর নিজের দল কংগ্রেসের সমালোচনার মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE