Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mumbai police

১৪ দিনের শিশুর গলায় আটকে গেল সেফটিপিন, ত্রাতার ভূমিকায় কনস্টেবল

শিশুটি একটি সেফটিপিন গিলে ফেলে, তার ফলে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

এস কোলেকার। ছবি: টুইটার থেকে নেওয়া।

এস কোলেকার। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ১৩:১৩
Share: Save:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা কর্মীদের পাশাপাশি আর এক পেশার মানুষের অকুণ্ঠ প্রশংসা করেছেন সবাই, তাঁরা হলেন পুলিশ কর্মী। তাঁদের ভূমিকার নানান ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার নেটাগরিকরা এমন এক পুলিশ কনস্টেবলের প্রশংসা করছেন, যিনি এক সদ্যজাতর প্রাণ বাঁচালেন।

সম্প্রতি মুম্বইয়ে ১৪ দিনে বয়সের এই শিশুটি একটি সেফটিপিন গিলে ফেলে, তার ফলে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিন্তু কী ভাবে সেখানে পৌঁছবেন, বুঝতে পারছিলেন না। গাড়ি পাচ্ছিলেন না গন্তব্যে পৌঁছনোর জন্য।

শিশুটির বাবা-মায়ের যখন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা, তখন ত্রাতা হয়ে দেখা দেন মুম্বই পুলিশের কনস্টেবল এস কোলেকার। ওই সময় তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন। শিশুটির বাবা-মাকে দেখে বুঝতে পারেন, কিছু একটা বিপদ ঘটেছে। সামনে এসে জানতে পারেন ঘটনা।

আরও পডু়ন: করোনার প্রকোপের মাঝেই খুলে গেল জিম, দেখুন ছোঁয়া কী ভাবে চলছে শরীরচর্চা

সেই মুহূর্তে শিশুটিকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে কোলেকার নিজের গাড়িতে করেই সামনের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান তাঁদের। সেখানে দ্রুত চিকিৎসা শুরু হয় শিশুটির। প্রাণে বেঁচে যায় ছোট্ট শিশুটি।

আরও পডু়ন: ছিনতাই করতে এসে ডেলিভারি বয়ের কান্না দেখে হৃদয় গলে গেল দুই ‘দুষ্কৃতী’র!

মুম্বই পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। সঙ্গে কনস্টেবল কোলেকারের ছবি। আর নেটাগরিকরাও কোলেকারের এমন ভূমিকার প্রশংসা করতে কার্পণ্য করেননি।

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai police Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE