Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

দু’হাজার কোটি প্রতারণা, গ্রেফতার ভূষণ স্টিলের প্রাক্তন কর্তা নীরজ সিঙ্ঘল

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ভূষণ স্টিল ছাড়া আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এসএফআইও। সেই তদন্তের পরই নীরজকে গ্রেফতার করা হয়েছে।

ভূষণ স্টিলের প্রাক্তন এমডি নীরজ সিঙ্ঘলকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। ছবি: সংগৃহীত।

ভূষণ স্টিলের প্রাক্তন এমডি নীরজ সিঙ্ঘলকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ১৪:৩৬
Share: Save:

প্রতারণার অভিযোগে ভূষণ স্টিলের প্রাক্তন এমডি তথা প্রোমোটার নীরজ সিঙ্ঘলকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ২ হাজার কোটিরও বেশি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ১৪ অগস্ট পর্যন্ত নীরজকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

কোম্পানি বিষয়ক মন্ত্রকের তদন্ত সংস্থা এসএফআইও (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস)-এর তদন্তকারীরা জানিয়েছেন, নীরজকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে গ্রেফতার করা হয়। এসএফআইও-এর এক শীর্ষ আধিকারিকের দাবি, সংস্থার তরফে এই প্রথম কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ভূষণ স্টিল ছাড়া আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এসএফআইও। সেই তদন্তের পরই নীরজকে গ্রেফতার করা হয়েছে।

নীরজের বিরুদ্ধে অভিযোগ, প্রায় ৮০টি সহযোগী সংস্থার সাহায্যে ভূষণ স্টিলের ব্যাঙ্ক ঋণ থেকে ওই বিপুল পরিমাণ টাকা সরিয়ে নিয়েছেন তিনি। ওই সহযোগী সংস্থাগুলি বিনিয়োগ বা ভুয়ো ঋণের মাধ্যমে ওই টাকা সরাতে নীরজকে সাহায্য করেছে।

আরও পড়ুন
কাঁওয়ার যাত্রার জন্য পুলিশের ‘লাল কার্ড’, উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ল ৭০ মুসলিম পরিবার

গত বছর বিভিন্ন সূত্র মারফত ভূষণ স্টিল-সহ একাধিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে অর্থ মন্ত্রক। কোম্পানি আইন লঙ্ঘন করায় এর পরই অভিযুক্তকে গ্রেফতারির ক্ষমতা দেওয়া হয় এসএফআইও-কে।

আরও পড়ুন
নামেই আসে-যায়, পরিচয় বদল চায় ‘দাগি’ চিটফান্ড

অর্থ মন্ত্রকের দাবি, তদন্ত চলাকালীন এসএফআইও-এর আধিকারিকদের সঙ্গে কোনও ভাবেই সহযোগিতা করেননি ভূষণ স্টিলের ডিরেক্টররা। তদন্তকারীদের জেরায় অনুপস্থিত থাকা ছাড়াও তাঁদের বিরুদ্ধে বিভিন্ন নথি গোপন করার অভিযোগ করেছে মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE