১৯৩০-এর ১২ মার্চ। ব্রিটিশ সরকারের লবনের উপর কর বসানোর প্রতিবাদে গুজরাতের উপকূলবর্তী গ্রাম ডান্ডি থেকে অভিযান শুরু করেন মহাত্মা গাঁধী। সমুদ্রের জল থেকে দেশীয় পদ্ধতিতে লবণ উৎপাদন করে ঔপনিবেশিক সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করা ছিল তাঁর এই মার্চের উদ্দেশ্য। মহাত্মা গাঁধীর সেই অভিযানের ৮৯ বছর পূর্তি উপলক্ষে ডান্ডি মার্চ নিয়ে গাঁধীর লেখা চিঠি ও অভিযানের ছবি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করল ভারতীয় জাতীয় কংগ্রেস।
কংগ্রেসের পোস্ট করা সেই চিঠিতে দেখা যাচ্ছে ডান্ডি অভিযান নিয়ে বিশ্ববাসীর সমর্থন চাইছেন মহাত্মা। সেই চিঠিতে নিজের হাতে গাঁধী লিখেছেন, ‘এই ডান্ডি যুদ্ধে আমি বিশ্ববাসীর সহানুভূতি চাইছি।’ এই চিঠি গাঁধী লিখেছিলেন ১৯৩০-এর ৫ এপ্রিল।
এই চিঠি ছাড়াও ডান্ডি অভিযানের দু’টি ছবিও পোস্ট করেছে কংগ্রেস। সেই পোস্ট করা ছবিতে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একজন সত্যাগ্রহী মুক্ত হোক বা বন্দি, সবসময় জয়ী হন। তিনি তখনই পরাজিত হন যখন সত্য ও অহিংসা ত্যাগ করেন। নিজের অন্তরের কথা শুনতে পান না।’ এই পোস্টের মাধ্যমে গাঁধীজির সত্য ও অহিংসার নীতির কথা বলতে চেয়েছে কংগ্রেস।
দ্বিতীয় ছবির পোস্টে লেখা হয়েছে, ‘অহিংসা শক্তিশালীদের অস্ত্র।’ ‘ডান্ডিমার্চডে’ এই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়েছে ছবিগুলি। ছবিগুলি মঙ্গলবার পোস্ট হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: গুজরাতে খোঁজ মিলল ৫০০০ বছরের পুরনো মানব কঙ্কাল
“#Nonviolence is a weapon of the strong.” ― #MahatmaGandhi . . #DandiMarchDay