Advertisement
১১ মে ২০২৪
Coronavirus

কেরলে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১ জানুয়ারির পরে চিনে গিয়েছেন এমন ভারতীয়ের সর্দি, জ্বর বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা গেলে যেন নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেন।

ছবি: এপি।

ছবি: এপি।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৬
Share: Save:

প্রথম করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়ার তিন দিনের মাথায় কেরল থেকেই পাওয়া গেল দ্বিতীয় আক্রান্তের খোঁজ। কেন্দ্রীয় বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আক্রান্ত ২৪ জানুয়ারি চিন থেকে ফিরেছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। কড়া পর্যবেক্ষণে থাকছেন।’’ আক্রান্ত আলাপুঝার বাসিন্দা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১ জানুয়ারির পরে চিনে গিয়েছেন এমন ভারতীয়ের সর্দি, জ্বর বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা গেলে যেন নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেন। সরকারি তথ্য অনুযায়ী, শনিবার থেকে ৩২৬টি বিমানের ৫২ হাজারের বেশি যাত্রীকে পরীক্ষানীরিক্ষা করা হয়েছে বিমানবন্দরে। তাঁদের ৯৭ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা যাওয়ায় আইসেলেশনে পাঠানো হয়েছে।

আজ ৩২৩ জন যাত্রী নিয়ে উহান থেকে ফিরেছে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ওই বিমানে ফিরেছেন মলদ্বীপের সাত বাসিন্দাও। গত কাল প্রথম দফায় ফেরা ৩২৪ জনের মধ্যে কারও দেহেই সংক্রমণ নেই। সব মিলিয়ে গত দু’দিনে চিন থেকে ফেরানো হয়েছে ৬৪৭ জন ভারতীয়কে। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। যদিও ‘কোয়ারেন্টাইন’-এ থাকার আতঙ্কের মধ্যেই আনন্দের রসদ খুঁজে নিয়েছেন ওই পড়ুয়ারা। মুখে মাস্ক পরেই তাঁদের নাচগানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি পোস্ট করেছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE