Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Arun Jaitley

রাজনৈতিক মূল্য চোকাতে হবে, তাই মাসুদ নিয়ে আনন্দ নেই বিরোধীদের: জেটলি

ঐক্যের সুর কেটে দিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিজেপি নেতা অরুণ জেটলিই।

সাংবাদিক বৈঠকে অরুণ জেটলি। ফাইল চিত্র।

সাংবাদিক বৈঠকে অরুণ জেটলি। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৭:০৯
Share: Save:

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় মাসুদ আজহারের নাম তোলার সাফল্যের রেশ কাটতে না কাটতেই সেই কৃতিত্ব নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেল দেশের রাজনৈতিক মহল। এই নিয়ে প্রকাশ্যেই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশে কটাক্ষ করে বসলেন বিজেপি নেতা এবং কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার বিজেপির দলীয় দফতরে বসে সাংবাদিকদের তিনি বললেন, ‘‘দেশের এই বিরাট কূটনৈতিক সাফল্যে আনন্দ পাচ্ছে না বিরোধী রাজনৈতিক দলগুলি, কারণ এই সাফল্যের জন্য রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে ওদের।’’

রাষ্ট্রপুঞ্জ মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘরোয়া রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়ল ভারত। এই কূটনৈতিক সাফল্যের দাবিদারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা আগেই জানিয়েছে বিজেপি। কূটনৈতিক এই সাফল্যকে হাতিয়ার করে ভোটের বৈতরণী পেরনোর চেষ্টা করবে শাসক বিজেপি, এমন একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিল দেশের রাজনৈতিক মহলে। যদিও এই খবর আসার পর তাকে স্বাগত জানায় বিরোধী রাজনৈতিক দলগুলিও। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তো বটেই, কংগ্রেসের তরফে রণদীপ সিংহ সুরজেওয়ালা টুইট করেন, ‘‘ইতিবাচক পদক্ষেপ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত অটল।’’ অখিলেশ যাদবও বলেন, ‘‘কূটনীতিকদের অভিনন্দন। পাকিস্তান অবিলম্বে মাসুদকে গ্রেফতার করে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করুক।’’

যদিও সেই ঐক্যের সুর কেটে দিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিজেপি নেতা অরুণ জেটলিই। মাসুদ আজহার নিয়ে সরাসরি বিরোধীদের দিকে তোপ দাগলেন তিনি। বৃহস্পতিবার দলের দফতরে সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, ‘‘জাতীয় নিরাপত্তা এবং বিদেশনীতির ক্ষেত্রে একজোট থাকে সারা দেশ। এটাই এই দেশের ঐতিহ্য। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, এই ঐতিহ্য মানা হচ্ছে না।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘গত দশ বছর ধরে মাসুদকে সন্ত্রাসবাদী ঘোষণা করার জন্য রাষ্ট্রপুঞ্জকে চাপ দিচ্ছিল ভারত। অথচ বিরোধীরা এখন বলছে, ‘এটা নিয়ে এত মাতামাতির কী আছে’।’’

আরও পড়ুন: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কারা? এই তালিকায় মাসুদের অন্তর্ভুক্তিতে কী লাভ হল ভারতের?

এত বড় কূটনৈতিক সাফল্যের পরও বিরোধীরা আনন্দে মাতোয়ারা হচ্ছেন না, এই অভিযোগ তুলে জেটলির তোপ, ‘‘ভারত জিতলে ভারতীয়রা জিতবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক মূল্য চোকানোর ভয়েই এই সাফল্য মানতে চাইছে না আমার বিরোধী বন্ধুরা।’’বিরোধীদের তোপ দাগলেও কে বা কাদের উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেছেন, তা নিয়ে কিছু স্পষ্ট করেননি জেটলি। কিন্তু বিদেশনীতির প্রশ্নেও যে ফাটল ধরেছেদেশের রাজনৈতিক শিবিরে, তা স্পষ্ট হল তাঁর মন্তব্যেই।

আরও পড়ুন: অবিলম্বে মাসুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, চাপে পড়ে প্রতিক্রিয়া পাকিস্তানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun Jaitley Masood Azhar United Nations
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE