
প্রধানমন্ত্রীর কোলে এই বাচ্চাটি কে?

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে অচল হয়েছিল সংসদ। যদিও প্রধানমন্ত্রী তখন ছিলেন সংসদেই, নিজের ঘরে। কিন্তু সে সময় কী করছিলেন তিনি? সে কথা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজেই ‘ফাঁস’ করছেন মোদী। সেই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘সংসদে আমার সঙ্গে দেখা করতে এসেছে এক বিশেষ বন্ধু।’ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা এই ‘বিশেষ বন্ধু’টি কে?
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চাকে কোলে নিয়ে খেলা করছেন মোদী। বাচ্চার সঙ্গে তাঁর মুখেও সেই সময় শিশু সুলভ হাসি। আর মোদীর কোলে বসে বাচ্চাটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা চকোলেটের দিকে।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। আর ভাইরাল হতেই সকলের প্রশ্ন, প্রধানমন্ত্রীর কোলে থাকা ওই শিশুটি কে?
জানা গিয়েছে, মোদীর কোলে খেলা করা ওই শিশুটি বিজেপি সাংসদ সত্যনারায়ণ জাটিয়ার নাতনি। তার বয়স সাড়ে আট মাস, নাম রুদ্রাক্ষী। বাবা-মা-দাদুর সঙ্গে সে মঙ্গলবার এসেছিল প্রধানমন্ত্রীর কাছে।
আরও পড়ুন: কর্নাটকে সরকার গড়ার প্রস্তুতি বিজেপির, চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে ইয়েদুরাপ্পা