Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Netaji Subhas Chandra Bose

নেতাজি জন্মজয়ন্তী উদযাপনে কমিটি, বাংলায় টুইট করে ঘোষণা মোদীর

কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, কমিটিতে নেতাজির পরিবারের সদস্যরা ছাড়াও থাকবেন বিশেষজ্ঞ, ইতিহাসবিদ এবং লেখকরা।

নেতাজি সুভাষচন্দ্র বসু।

নেতাজি সুভাষচন্দ্র বসু।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০২:০০
Share: Save:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে এ বার নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আগামী ২৩ জানুয়ারি দিনটি বিশেষ ভাবে পালন করার কথা সোমবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এ নিয়ে বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে একটি কমিটি তৈরির কথাও জানিয়েছেন তিনি। তার মাথায় থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়, ‘নেতাজি সুভাষ বসুর সাহস সুবিদিত। এক জন বিদগ্ধ পণ্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার ১২৫ তম জন্মজয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এ জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি’।

সোমবারই কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের ওই কমিটিতে নেতাজির পরিবারের সদস্যরা ছাড়াও থাকবেন বিশেষজ্ঞ, ইতিহাসবিদ এবং লেখকরা। তা ছাড়া আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরাও ওই কমিটিতে থাকবেন। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লি, কলকাতা এবং তাঁর স্মৃতি বিজড়িত দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যে সব অনুষ্ঠান হবে তারও পথপ্রদর্শক হতে চলেছে ওই কমিটি। কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্থায়ী ভাবে একটি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান করার পরিকল্পনাও করা হয়েছে।

আরও পড়ুন: হরিয়ানায় পরিযায়ী শ্রমিকের ৫ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, কাঠগড়ায় প্রতিবেশী

আরও পড়ুন: কিসান নিধি প্রকল্পের টাকা চাইলেন মমতা, ‘কাটমানি’-র ছুতো, কটাক্ষ বিজেপির

রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রীর বক্তৃতায় বার বার উঠে এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বিভিন্ন বাঙালি মনীষীদের প্রসঙ্গ। এই মুহূর্তে বিধানসভা ভোটের আগে রাজ্যে শক্তি বাড়ানোর চেষ্টায় বিজেপি। ঠিক সেই সময়েই বাঙালির নেতাজি আবেগকে স্পর্শ করার চেষ্টা প্রধানমন্ত্রীরও। এর আগে, চলতি বছরের নভেম্বর মাসেই সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ হিসাবে ঘোষণা করার দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর আগেই এই সিদ্ধান্ত নেওয়ার জন্যও মোদীকে অনুরোধ করেন তিনি। যদিও তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Netaji Subhas Chandra Bose Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE