Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India

পুলওয়ামা হামলা নিয়ে ডিজাইনার শাড়ি!

গুজরাতের সুরাতের ব্যবসায়ী মণীশ আগরওয়াল আর্মি থিমের ওপর পাঁচটি ভিন্ন ডিজাইনার শাড়ি তৈরি করেছেন। তার মধ্যে থিম হিসেবে পুলওয়ামার ঘটনাকেও ব্যবহার করেছেন তিনি।

পুলওয়ামা হামলা নিয়ে তৈরি ডিজাইনার শাড়ি দেখাচ্ছেন ব্যাবসায়ীরা। ছবি: টুইটার থেকে গৃহীত।

পুলওয়ামা হামলা নিয়ে তৈরি ডিজাইনার শাড়ি দেখাচ্ছেন ব্যাবসায়ীরা। ছবি: টুইটার থেকে গৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৫:২৫
Share: Save:

পুলওয়ামায় জঙ্গি হামলা এবং তার পরবর্তী জইশ ঘাঁটিতে ভারতের বিমানহানার জেরে গত কয়েক দিন ধরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল দেশে। গতকাল উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৫৮ ঘণ্টা পাকিস্তানের মাটিতে কাটানোর পর সুস্থ শরীরে দেশে ফিরেছেন। এই আবহেই গোটা বিষয়টি নিয়ে ব্যবসাও শুরু হয়েছে। গোটা ঘটনা নিয়ে তৈরি হয়েছে ডিজাইনার শাড়ি!

গুজরাতের সুরাতের ব্যবসায়ী মণীশ আগরওয়াল আর্মি থিমের ওপর পাঁচটি ভিন্ন ডিজাইনার শাড়ি তৈরি করেছেন। তার মধ্যে থিম হিসেবে পুলওয়ামার ঘটনাকেও ব্যবহার করেছেন তিনি। প্রথম দফায় ১০ হাজার শাড়ি তৈরি করে দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্নাটকে পাঠিয়েছেন মণীশ।

মণীশ জানিয়েছেন, শিল্পীরা ডিজাইনের মাধ্যমেই তাঁদের মনোভাব ব্যক্ত করেন। পুলওয়ামা হামলার পর সাধারণ মানুষ রেগে গিয়েছিলেন। তাঁদের সেই মনোভাবই শাড়ির ডিজাইনে তুলে ধরেছেন বলে দাবি করেছেন তিনি। মণীশের দাবি, ইতিমধ্যেই নাকি ক্রেতারা পছন্দ করছেন ওই বিশেষ ডিজাইনার শাড়ি। ওই ধরনের আরও শাড়ির অর্ডারও পেয়েছেন বলে দাবি করেছেন মণীশ। এই শাড়ি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, ‘পুলওয়ামা’ নিয়ে ছবির নাম নথিভুক্ত করাতে বলিউডে লম্বা লাইন!

(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE