Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mohammed Yousuf Tarigami

অসুস্থ সিপিএম নেতা তরিগামিকে কাশ্মীর থেকে দিল্লি আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিল, যেন দ্রুত তরিগামিকে শ্রীনগর থেকে দিল্লির এমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

সীতারাম ইয়েচুরির আবেদনের সাড়া। ইউসুফ তরিগামিকে দিল্লি স্থানান্তরের নির্দেশ শীর্ষ আদালতের। ফাইল চিত্র

সীতারাম ইয়েচুরির আবেদনের সাড়া। ইউসুফ তরিগামিকে দিল্লি স্থানান্তরের নির্দেশ শীর্ষ আদালতের। ফাইল চিত্র

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৮
Share: Save:

কাশ্মীরে গৃহবন্দি অসুস্থ সিপিএম নেতা ইউসুফ তরিগামিকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিল, যেন দ্রুত তরিগামিকে শ্রীনগর থেকে দিল্লির এমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণার প্রাক মুহূর্তে প্রায় ৪০০ কাশ্মীরি নেতাকে গ্রেফতার করেছিল কেন্দ্র। সেই সময় থেকেই অর্থাৎ গত ৫ অগস্ট থেকে কাশ্মীরে গৃহবন্দি রয়েছেন তরিগামি। তরিগামি এই বন্দিদশায় অসুস্থ হয়ে পড়লে, তার সঙ্গে দেখা করতে যান সিপিএম সম্পাদক। দু’বার তাঁকে শ্রীনগর থেকেই ফিরে যেতে হয়েছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের থেকে ছাড়পত্র পেয়ে তরিগামিকে দেখতে যান ইয়েচুরি। শ্রীনগর থেকে ফিরে সোমবার শীর্ষ আদালতে একটি রিপোর্ট জমা দেন ইয়েচুরি। বৃহস্পতিবার আদালতে তিনি বলেন, তরিগামিকে দিল্লিতে নিয়ে আসার ব্যাপারে আমাদের তরফে কোনও বাধা নেই। সংবাদমাধ্যমকেও তিনি জানান, ‘‘হেবিয়াস করপাস আবেদনে আমরা কাশ্মীরে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমাদের নেতার বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি’’

আরও পড়ুন:কোহিনুরের থেকেও দামি এই হিরে ছিল গোলকোণ্ডায়, সাড়ে তিনশো বছর আগে যার দাম ছিল সাড়ে ৫ কোটি!
আরও পড়ুন:রক্ষাকবচ মিলল না সুপ্রিম কোর্টে, বিনা বাধায় চিদম্বরমকে গ্রেফতার করতে পারে ইডি

সুপ্রিম কোর্টের নির্দেশ, জম্মু কাশ্মীর প্রশাসন তরিগামির শরীরের হাল হকিকত যাচাই করে সিদ্ধান্ত নিক কবে দিল্লিতে স্থানান্তর করা যাবে তাঁকে। একই সঙ্গে বলা হয়েছে, তরিগামির সঙ্গে তাঁর স্ত্রীকেও যেন দিল্লি যেতে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE