Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National news

ভুল করেননি, নাগপুর বিতর্কে প্রণবের পাশে শিন্ডে

শিন্ডে বলেন, ‘‘প্রণব মুখোপাধ্যায়ে ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। আরএসএসের অনুষ্ঠানে তিনি ধর্মনিরপেক্ষতার কথাই বলবেন।’’ এর পরেই তাঁর মন্তব্য, প্রণবের ধর্মনিরপেক্ষতায় যদি আরএসএসের কাজকর্মে বদল আসে, তাতেই মঙ্গল।

প্রণবের পাশে দাঁড়ালেন শিন্ডে।

প্রণবের পাশে দাঁড়ালেন শিন্ডে।

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ০৪ জুন ২০১৮ ০৯:৪৪
Share: Save:

এত দিন তাঁর হয়ে বলার মতো এক জনকেও পাওয়া যাচ্ছিল না কংগ্রেসে। অবশেষে নাগপুরে প্রণব মুখোপাধ্যায়ের আসন্ন সফরকে স্বাগত জানালেন কংগ্রেসেরই প্রথম সারির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্ডে। তাঁর সাফ কথা, ‘‘আরএসএস-এর আমন্ত্রণ গ্রহণ করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোটেও ভুল করেননি।’’

নাগপুরে আরএসএস-এর প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে প্রণবের থাকার কথা আগামী ৭ জুন। এ নিয়ে কিন্তু সরগরম দিল্লির রাজনৈতিক মহল। রাজনৈতিক জীবনে যিনি কংগ্রেসম্যান হিসেবে পরিচিত, তিনি কেন নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠানে হাজির থাকবেন? এ নিয়ে কংগ্রেসের তরফ থেকেই ধেয়ে আসছিল একের পর এক প্রশ্নবাণ। প্রণবের ঘনিষ্ঠ বলে পরিচিত কংগ্রেস নেতা জয়রাম রমেশও বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন প্রণবকে। তাঁর প্রশ্ন, রাজনৈতিক জীবনে কংগ্রেসনেতা হিসাবে যা যা অর্জন করা সম্ভব সবই করেছেন এই প্রবীণ নেতা। তবে আজ কী এমন হল যে আরএসএস-এর সদর দফতরে গিয়ে স্বয়ংসেবকদের সামনে তাঁকে বক্তৃতা দিতে হচ্ছে?কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরম আবার দাবি করেছেন, ‘‘আমন্ত্রণ যখন গ্রহণই করেছেন, তখন দয়া করে সেখানে গিয়ে বলুন যে আরএসএস-এর আদর্শে কী কী ভুল রয়েছে!’’ এরকম পরিস্থিতিতে শিন্ডের মন্তব্যকে তাত্‌পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নাগপুরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিন্ডে বলেন, ‘‘প্রণব মুখোপাধ্যায়ে ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। আরএসএসের অনুষ্ঠানে তিনি ধর্মনিরপেক্ষতার কথাই বলবেন।’’ এর পরেই তাঁর মন্তব্য, প্রণবের ধর্মনিরপেক্ষতায় যদি আরএসএসের কাজকর্মে বদল আসে, তাতেই মঙ্গল।

আরও পড়ুন: একই ছবিতে ২৬ ভোটার মধ্যপ্রদেশে!

আরও পড়ুন: শিলংয়ে বাইরের উস্কানি: কনরাড

তবে কি প্রণব মুখোপাধ্যায়ের নাগপুর সফর নিয়ে আর বিতর্ক বাড়াতে চাইছে না কংগ্রেস? প্রাক্তন রাষ্ট্রপতির পাশে দাড়িয়ে শিন্ডে বলেছেন, ‘‘এক জন ধর্মনিরপেক্ষ এবং চিন্তাশীল মানুষ হিসেবে প্রণব যে আরএসএস-এর মঞ্চে বক্তৃতা করবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।’’ যদিও সম্প্রতিক বিতর্ক নিয়ে প্রণব মুখোপাধ্যায় কিন্তু বিশেষ মুখ খুলতে চাইছেন না। জানিয়েছেন, যা বলার তিনি নাগপুরেই বলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE