Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

প্রতিবেশীকে ‘উচিত শিক্ষা’ দিতে দু’বছরের শিশুকে গলা টিপে খুন করল কিশোরী

শনিবার দুপুরে বাড়িতেই খেলছিল মহিলার বছর দুয়েকের মেয়েটি। তার পরই আর খোঁজ পাওয়া যায়নি তার। তখন ওই মহিলা পুলিশে খবর দেন। অপহরণের মামলা দায়ের করেন তিনি। পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করলে মহিলার বাড়ি থেকেই শিশুটির দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শিশুটিকে গলা টিপে খুন করা হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
ঠাণে শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৭:৩০
Share: Save:

পাশের বাড়ির কাকিমাকে ‘উচিত শিক্ষা’ দিতে তাঁরই দু’বছরের সন্তানকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক কিশোরীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে ঠাণের মুরবাদ তালুকের তুলাই গ্রামে।

ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে। পড়শি কাকিমার সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা হয় ওই কিশোরীর। বিষয়টি থেমেও যায়। প্রতিবেশীরাও ভেবেছিলেন, বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের ধারণা ভুল ছিল। প্রতিবেশীরা সে দিনের মতো দু’জনের ঝগড়া থামিয়ে দিলেও কিশোরী কিন্তু কাকিমাকে শিক্ষা দেওয়ার একটা ছক কষছিল।

শনিবার দুপুরে বাড়িতেই খেলছিল মহিলার বছর দুয়েকের মেয়েটি। তার পরই আর খোঁজ পাওয়া যায়নি তার। তখন ওই মহিলা পুলিশে খবর দেন। অপহরণের মামলা দায়ের করেন তিনি। পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করলে মহিলার বাড়ি থেকেই শিশুটির দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শিশুটিকে গলা টিপে খুন করা হয়েছে।

আরও পড়ুন: গাড়ি ঘিরে লুঠপাট চালাল ‘ঠক ঠক’ গ্যাং, অসুস্থ মনোজ প্রভাকরের স্ত্রী

আরও পড়ুন: কাশ্মীরি বিধায়কের গাড়ি নিয়েই অমরনাথে হামলা তীর্থযাত্রীদের উপর, দাবি এনআইএ-র

কিন্তু কে খুন করল? কেনই বা করল? এ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে উঠে আসে মহিলার সঙ্গে পড়শি কিশোরীর ঝামেলার ঘটনাটি। মহিলা ও তাঁর পরিবারের লোকেদের পাশাপাশি পড়শি কিশোরীকেও সন্দেহের তালিকায় রাখে পুলিশ। প্রতিবেশীদের জেরা করার সময় পুলিশ জানতে পারে কিশোরীকে ওই দিন শিশুটির সঙ্গে দেখা গিয়েছিল। তার পরই পুলিশ কিশোরীকে জেরার জন্য আটক করে। দফায় দফায় জেরায় কিশোরী ভেঙে পড়ে। পুলিশের দাবি, কিশোরী তাদের কাছে স্বীকার করেছে মহিলাকে শিক্ষা দিতেই তাঁর মেয়েকে খুন করেছে সে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Thane ঠীণে
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE