Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal

একজোট হলে কী হয়, দেখাল এই ফল

টানা দু’সপ্তাহ ধরে দেশে পেট্রল, ডিজেলের দামের ঊর্দ্ধগতি নিয়েও মোদী সরকারের সমালোচনা করেন এ দিন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, ‘’১৬ দিন ধরে তেলের দাম এক নাগাড়ে বাড়িয়ে এক দিন এক পয়সা কমাল। এটা তো অপমান। মানুষ বীতশ্রদ্ধ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়।- ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়।- ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ১৯:১৫
Share: Save:

দেশজুড়ে ১০টি বিধানসভা ও ৪টি লোকসভা আসনে উপনির্বাচনের ফলাফল লোকসভা ভোটের আগে বিজেপির কাছে একটা অশনি সংকেত বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথায়, এই ফলাফল বলে দিল, বিরোধীরা যদি একজোট হয়ে লড়াই করতে পারেন, তা হলে তা বিজেপির পক্ষে অশনি সংকেত।

বৃহস্পতিবার মমতা উত্তরকন্যায় বলেন, ‘‘সব কুৎসা ও অপপ্রচারের জবাব দিয়েছে মানুষ। এখন তো আর কেউ বলতে পারবেন না যে নির্বাচন কমিশন দেখেনি, কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি! লালুপ্রসাদ যাদবকে জেলে ভরে রেখেও তাঁর দল (আরজেডি)-এর জয় রোখা যায়নি। নিহত বাঘ আহত বাঘের চেয়েও ভয়ঙ্কর। আঞ্চলিক দলগুলি এখন খুব শক্তিশালী (রিজিওন্যাল পার্টিস আর ভেরি স্ট্রং নাও)।’’

টানা দু’সপ্তাহ ধরে দেশে পেট্রল, ডিজেলের দামের ঊর্দ্ধগতি নিয়েও মোদী সরকারের সমালোচনা করেন এ দিন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, ‘’১৬ দিন ধরে তেলের দাম এক নাগাড়ে বাড়িয়ে এক দিন এক পয়সা কমাল। এটা তো অপমান। মানুষ বীতশ্রদ্ধ।’’

আরও পড়ুন- দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙেও গুরুঙ্গদের চিন্তায় ফেলল তৃণমূল​

আরও পড়ুন- উস্কানিতে পা দিতে নিষেধ মুখ্যমন্ত্রীর​

মমতার মতে, আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপি যে শেষ হয়ে যেতে চলেছে, সেই শেষের শুরুটা হল উত্তরপ্রদেশে এই উপনির্বাচনের ফলাফল দিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE