Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Narendra Modi

‘দেশের পক্ষে ভাল এই ভয়গুলো’, কোন ভয়ের কথা বললেন মোদী?

বেশ কিছু ভয়ের তালিকাও তৈরি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ভয়গুলো দেশের পক্ষে ভালই।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১৪:৫২
Share: Save:

দেশকে উপহাসের পাত্র বানিয়ে দেশেরই কিছু মানুষ আনন্দ পাচ্ছেন। আর এ ভাবেই ভারতকে ধীরে ধীরে দুর্বল করার চেষ্টায় মেতেছেন তাঁরা। ইদানীং এমনই বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে ভারত। শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে গিয়ে এমন কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বেশ কিছু ভয়ের তালিকাও তৈরি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ভয়গুলো দেশের পক্ষে ভালই। বলেন, “আজ ভারত আত্মনির্ভরশীল। অকুতোভয়। আর ভারতীয়দের এই একতাই ভয় ধরিয়েছে অনেকের মনে।” তবে এই সব ভয়ই দেশের পক্ষে মঙ্গল বলেই মনে করেন মোদী।

মোদী মূলত সাত ধরনের ভয়ের কথা বলেছেন। কী বলেছেন তিনি? মোদী বলেন—

• ভারতীয়দের একতা কিছু দেশদ্রোহীর মধ্যে ভয় সৃষ্টি করেছে। আর সেটা দেশের পক্ষে খুবই ভাল।

আরও পড়ুন: ‘আর ৭৩ সিলেক্টেড’, পাক যুদ্ধবিমানকে ধ্বংস করার আগে এই বার্তাই দিয়েছিলেন অভিনন্দন

• শত্রুদের মনে যখন ভারত সম্পর্কে ভয় ঢুকে গিয়েছে, সেটাও দেশের পক্ষে মঙ্গল।

• ভারতীয় সেনার পরাক্রম ও সাহসিকতার ভয় সন্ত্রাসবাদীদের মূল পাণ্ডাদের মাথায় ঢুকেছে। এই ভয়ও দেশের পক্ষে যথেষ্ট ভাল। কিছু করার আগে দু’বার ভাবতে হবে তাদের।

• ঋণখেলাপি পলাতকদের মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ভয় যখন কাজ করে, মনে করি সেই ভয়টাও দেশের পক্ষে ভাল।

• মামা মুখ খুলতেই যখন বড় বড় পরিবারের ঘাম ছুটে যায়, ভয়ের এই সঙ্কেতটাও ভাল।

আরও পড়ুন: কবে ফের যুদ্ধবিমান চালাতে পারবেন অভিনন্দন? কী বলছে নিয়ম

• যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের মধ্যে জেল যাওয়ার ভয় ঢুকে যায়, তা হলে বলব এই ভয়টাও ভাল।

• যখন দুর্নীতিগ্রস্তদের মধ্যে আইনের ভয় ঢুকে যায়, তখন দেশের পক্ষে সেই ভয়টাও ভাল।

এ দিন পুলওয়ামা হামলা এবং বায়ুসেনার এয়ারস্ট্রাইকের প্রসঙ্গও তুলে ধরে মোদী বলেন, “কেউ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না এর পর থেকে। এটা একটা নতুন ভারত। সারা বিশ্ব আজ ভারতের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE