Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Amrita Sher-Gil

প্রায় ১৯ কোটি টাকায় বিক্রি হল অমৃতা শেরগিলের এই ছবি

বিখ্যাত চিত্রশিল্পী অমৃতা শেরগিল। তাঁর আঁকা ‘দ্য লিটল গার্ল ইন ব্লু’ ছবিটি বিক্রি হল প্রায় ১৯ কোটি টাকা।

অমৃতার আঁকা এই ছবিটি।

অমৃতার আঁকা এই ছবিটি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৭
Share: Save:

বিখ্যাত চিত্রশিল্পী অমৃতা শেরগিল। তাঁর আঁকা ‘দ্য লিটল গার্ল ইন ব্লু’ ছবিটি বিক্রি হল প্রায় ১৯ কোটি টাকা।

সদবির ‘বাউন্ডলেস ইন্ডিয়া’ শীর্ষক নিলামে এই ছবিটি নিলামে উঠল ১৮.৬৯ কোটি টাকায়। দেশের শিল্প বাজারে এর আগে শেরগিলের ছবি এত বেশি দামে নিলাম হয়নি।

১৯৩৪ সালে নিজের আট বছর বয়সি বোন ববিতকে এঁকেছেছিলেন অমৃতা। মনে করা হয়েছিল ৮ থেকে ১২.৫ কোটিতে বিক্রি হবে ছবিটি।

১৯৩৭ সালে পাকিস্তানের লাহৌরে প্রথম প্রদর্শিত হয়েছিল ছবিটি। এটি কিনেছিলেন ইতিহাসবিদ চার্স ফ্যাব্রি। বহু বছর পর ফের সদবির দৌলতে ছবিটি প্রকাশ্যে এল।

অমৃতা শেরগিল

এটি অমৃতার আঁকা সপ্তম তৈলচিত্র। সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছিল ছবিটি।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

সদবির ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এটা একটা বড় প্রাপ্তি। সমসাময়িক শিল্পীর ছবি বিক্রি হয়েছে, ১.৮৮ কোটি টাকায়। ১৯৫০ সালে সদানন্দ বাকরের তৈরি একটি মূর্তিও নিলামে বিক্রি হয়েছে ১.৮৮ কোটি টাকায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Painting Auction Amrita Sher-Gil Oil Painting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE