Advertisement
০৫ মে ২০২৪
National News

যোগীর মতো চুল কেটে এসো! ছাত্রদের ফতোয়া দিল মেরঠের স্কুল

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো ‘হেয়ারস্টাইল’ করতে হবে। এমনই ফতোয়া জারি করল মেরঠের একটি স্কুল। ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। ওই দিন, আগের নির্দেশ মতো চুল কেটে না আসায় বেশ কয়েকজন ছাত্রকে স্কুলে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। কী যুক্তি দিল স্কুল কর্তৃপক্ষ?

ছবি সৌজন্য: এবিপি আনন্দ-এবিপি লাইভ।

ছবি সৌজন্য: এবিপি আনন্দ-এবিপি লাইভ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১২:৩৯
Share: Save:

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো ‘হেয়ারস্টাইল’ করতে হবে। এমনই ফতোয়া জারি করল মেরঠের একটি স্কুল। ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। ওই দিন, আগের নির্দেশ মতো চুল কেটে না আসায় বেশ কয়েকজন ছাত্রকে স্কুলে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। তখনই বিষয়টি নিয়ে হইচই, জানাজানি হয়।

সিবিএসই অধীনস্ত ওই স্কুলে মোট ২৮০০ ছাত্রছাত্রী আছে। স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের নির্দেশ দেয়, যোগী আদিত্যনাথের মতো মাথায় হালকা চুল থাকতে হবে, সেই সঙ্গে দাড়ি-গোঁফ কামিয়েও আসতে হবে স্কুলে। স্কুল কর্তৃপক্ষের এমন ফতোয়ায় স্বভাবতই অবাক পড়ুয়া ও তাদের অভিভাবকরা। এই ফতোয়ার পিছনে স্কুল কর্তৃপক্ষের যুক্তি- এটা কোনও মাদ্রাসা নয়, এটা স্কুল।

আরও পড়ুন: অমিতের পাল্টায় দিল্লি দখলের ডাক দিদির

বিষয়টি প্রকাশ্যে আসার পরই বেশ হইচই শুরু হয়ে যায়। এমন ফতোয়া নিয়ে স্বভাবতই প্রশ্নের মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে স্কুলে উত্তেজনাও তৈরি হয়। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি রঞ্জিত জৈন বলেন, “ছাত্রদের যোগীর মতো ছোট ছোট করে চুল কাটাতে বলেছি। কিন্তু কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমরা বলতে চেয়েছিলাম সেনাদের মতো ছোট ছোট করে চুল কেটে আসুক।”

জৈন ট্রাস্ট পরিচালিত এই স্কুলে আগেই আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ছাত্ররা টিফিনে কোনও আমিষ খাবার আনছে কিনা তা দেখতে মাঝেমধ্যেই হঠাত্ করে তল্লাশি চালানো হয় বলেও পড়ুয়াদের অভিযোগ। শুধু তাই নয়, ছাত্র এবং ছাত্রীদের ক্লাসরুমে পাশাপাশি বসার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে ওই স্কুলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Yogi haircut Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE