Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Firefox

আপনার ব্যক্তিগত তথ্য আর হাতাতে পারবে না অনলাইন ট্র্যাকাররা, ফায়ারফক্সে নতুন ফিচার

থার্ড পার্টি কুকিসের নজর যাতে কোনও ব্যবহারকারীর উপর না পড়ে এবং কোনও গোপন তথ্য ফাঁস না হয়ে যায়, সেই জন্য ফায়ারফক্স এবার ট্র্যাকার-দের ব্লক করে দিল।

ফায়ারফক্স। গ্রাফিক- তিয়াসা দাস।

ফায়ারফক্স। গ্রাফিক- তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৯:০৭
Share: Save:

ইন্টারনেট আমাদের জীবনে ঢুকে পড়েছে প্রবল ভাবে। এর অনেক সুযোগ-সুবিধা থাকলেও, ভোগান্তি বা দুশ্চিন্তার দিকটাও কিছু কম নয়। অনেকেই জানেন না, আপনি ইন্টারনেটে যা কিছু সার্চ করেন, অনলাইন ট্র্যাকাররা আপনার গতিবিধির উপর নজর রাখে। আপনি কোন ওয়েব সাইটে যাচ্ছেন, সেখানে গিয়ে কী করছেন, সব বিষয়ের খুঁটিনাটি তাঁদের কাছে থাকে। এই ট্র্যাকারদের ইন্টারনেটের ভাষায় বলা হয় ‘থার্ড পার্টি কুকিস’।

এই কুকিস আপনার ই-মেল আইডি থেকে শুরু করে আপনার অনলাইন সব কাজের খোঁজ-খবর রাখে। তার পর সেই তথ্যগুলি বিভিন্ন বিজ্ঞাপন বা পরিষেবাদাতা সংস্থার কাছে বেচে দেয়। ফলে বিজ্ঞাপন সংস্থাগুলো আপনার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে সেই মতন বিভিন্ন ধরনের নোটিফিকেশন ও মেসেজ পাঠাতে শুরু করে।

আরও পড়ুন: ফোনে ভাইরাস? দেখে নিন কী ভাবে ভাইরাস মুক্ত করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন

কিন্তু কী ভাবে এই থার্ড পার্টি কুকিস-এর হাত থেকে নিজেকে বাঁচাবেন?

ফায়ারফক্স ব্রাউজার-এর নির্মাণ সংস্থা মোজিলা ফাউন্ডেশন নিয়ে এসেছে নতুন ধরনের ফিচার। থার্ড পার্টি কুকিসের নজর যাতে কোনও ব্যবহারকারীর উপর না পড়ে এবং কোনও গোপন তথ্য ফাঁস না হয়ে যায়, সেই জন্য ফায়ারফক্স এবার ট্র্যাকারদের ব্লক করে দিল। ফলে ইন্টারনেট ব্রাউজার হিসেবে এখন থেকে যাঁরা ফায়ারফক্সের আপডেটেড ভার্সন ব্যবহার করবেন, তাঁদের ব্যক্তিগত তথ্য আর ট্র্যাকারদের হাতে যাবে না।

ফায়ারফক্স ব্রাউজারে ট্র্যাকারদের ব্লক করা আছে কিনা চেক করবেন কী করে?

১. প্রথমে ফায়ারফক্স ব্রাউজার ইন্সটল করতে হবে।

২. তার পর সেটিংস মেনুতে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন ক্লিক করতে হবে।

৩. এর পর কনটেন্ট ব্লকিং-এর মধ্যে স্ট্যান্ডার্ড, স্ট্রিক্ট এবং কাস্টম অপশন রয়েছে।

৪. কাস্টম অপশনে ক্লিক করলে, ট্র্যাকার ও কুকিস অপশন আসবে।

৫. কুকিস অপশন সিলেক্ট করে 'থার্ড-পার্টি-ট্র্যাকার' অন করা আছে কিনা দেখা যাবে।

ফায়ারফক্সের কাস্টম অপশনের স্ক্রিনশট

আরও পড়ুন: ভয়ানক ম্যালওয়ারের থাবা উইনডোজে! সঙ্কটে লক্ষাধিক ইউজার

২০১৭-তে অ্যাপল সংস্থার নিজস্ব ব্রাউজার ‘সাফারি’ থার্ড পার্টি কুকিস-দের ব্লক করে দিয়েছিল। এখনও পর্যন্ত গুগল ক্রোম এই ফিচারটি আপডেট করেনি।

মোজিলা সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডেভ ক্যাম্প সংবাদ সংস্থা ব্লুমবার্গ-কে জানিয়েছেন, "এই থার্ড পার্টি কুকিস ব্লক করা প্রয়োজন"। তিনি আরও বলেন, “ইন্টারনেট ব্যবহারকারীরা সবাই তাঁদের সুরক্ষা নিয়ে ওয়াকিবহাল থাকবেন, তা কখনই আশা করা যায় না। তাই এই ট্র্যাকার-দের ব্লক করে দেওয়ার ব্যবস্থা হল।”

যে সব ব্যবহারকারীদের কাছে আগে থেকেই ফায়ারফক্স ইনস্টল করা আছে তাঁরা আপডেট করালে নতুন ফিচারটি পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE