Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Samsung

২০ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস১০, হতে পারে প্রথম ফাইভ-জি ফোনের ঘোষণাও

আগামী ২০ ফেব্রুয়ারি সামনে আসতে চলেছে স্যামসাং-এর গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস১০। সানফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্যামসাং-এর এই নয়া মডেল লঞ্চ হতে চলেছে, জানিয়েছে সংস্থা।

টেক-ভক্তেরা তাকিয়ে এই নতুন স্যামসাংয়ের মডেলের দিকে

টেক-ভক্তেরা তাকিয়ে এই নতুন স্যামসাংয়ের মডেলের দিকে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:০৮
Share: Save:

আগামী ২০ ফেব্রুয়ারি সামনে আসতে চলেছে স্যামসাং-এর গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস১০। সানফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্যামসাং-এর এই নয়া মডেল লঞ্চ হতে চলেছে, জানিয়েছে সংস্থা। এই গ্যালাক্সি এস১০-এর মাধ্যমেই গ্যালাক্সি এস সিরিজের দশ বছর পূর্ণ হতে চলেছে।

তিনটি ভিন্ন ধরণে এই গ্যালাক্সি এস১০ পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এস১০ লাইট, এস১০ এবং এস১০ প্লাস, এই তিনটি ধরণে তিনটি ভিন্ন দামে গ্যালাক্সি এস১০ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও ফাইভ-জি সম্বলিত এস১০-এর দুটি ভিন্ন মডেলও দেখানো হতে পারে এই অনুষ্ঠানে। এই মডেলের ফোন গুলি বিশেষ ‘ফোল্ডেবল’ ফোন হবে বলে জল্পনা করা হচ্ছে। ওই ফোন গুলিতে থাকতে পারে ১২ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ।

সান ফ্রান্সিসকোর স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা থেকে (ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০টায়) শুরু হবে এই লঞ্চ অনুষ্ঠান। এই সম্পূর্ণ ইভেন্টটি স্যামসাং-এর ওয়েবসাইটে লাইভ স্ট্রীম করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: এ বার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার?

আরও পড়ুন: দ্রুত দিক বদলাচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, দিক নির্ণয়ে বিভ্রান্তি স্থলে-জলে-আকাশে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Samsung Samsung S10 Tech 5G
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE