Advertisement
২০ এপ্রিল ২০২৪

ওড়নার ড্রেপিং

বিশেষ বিশেষ দিনে নজরকাড়া দোপাট্টা আপনার গ্ল্যাম কোশেন্ট বাড়ায়... তার নানা ড্রেপিং স্টাইল ও প্যাটার্ন এ বারের পত্রিকায়   বিশেষ বিশেষ দিনে নজরকাড়া দোপাট্টা আপনার গ্ল্যাম কোশেন্ট বাড়ায়... তার নানা ড্রেপিং স্টাইল ও প্যাটার্ন এ বারের পত্রিকায়

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০০:০০
Share: Save:

কিন্তু পুরোপুরি কি হারিয়ে গেল? গলি থেকে রাজপথ সবেতেই ছিল যার অবিচ্ছেদ্য উপস্থিতি, এখন সে আবরণের জৌলুস শুধুই বিশেষ বিশেষ দিনের জন্য। বেনারসি, বাঁধনী, শিফন, জর্জেট, সিল্কের ফ্রেমে নকশা তোলে হরেক রঙা সুতোরা। সামনেই বিয়ের মরসুম। এখন কিন্তু পুরোপুরি কি হারিয়ে গেল? গলি থেকে রাজপথ সবেতেই ছিল যার অবিচ্ছেদ্য উপস্থিতি, এখন সে আবরণের জৌলুস শুধুই বিশেষ বিশেষ দিনের জন্য। বেনারসি, বাঁধনি, শিফন, জর্জেট, সিল্কের ফ্রেমে নকশা তোলে হরেকরঙা সুতো। সামনেই বিয়ের মরসুম। ইদানীং অনেকেই আবার শাড়িতে স্বচ্ছন্দ নন। কিন্তু শাড়ির সে আভিজাত্য, দামি ফ্যাব্রিক, সুতোর লুকোচুরি, ড্রেপিংয়ে অভিনবত্ব... সবটাই ধরা যায় ওড়নায়। আর ফ্যাশন তো সব সময়ই খাঁচা ভাঙার কথা বলে। তাই দোপাট্টাকেও ড্রেপ করা যায় চুড়িদার তো বটেই, ড্রেস কিংবা অঙ্গরাখার সঙ্গেও। সেটাই আপনাদের শিখিয়ে দিই চলুন...

অফ হোয়াইট ফ্লোর লেংথ অঙ্গরাখার রঙের খামতিটুকু পূরণ করেছে ময়ূরের পালকে ভরা পাঠানি সিল্কের ওড়নাখানি। এটি যে ভাবে পরানো হয়েছে, তার আদল শাড়ির মতো। ছোট ছোট প্লিট করে বাঁ কাঁধে রেখে, পিন করে নিন। প্লিটগুলো যেন সমান হয়। এ বার বাঁ দিক থেকে প্লিটেড ওড়না শাড়ির মতো পিছন দিক থেকে এনে, বাঁ কাঁধে পিন করুন। যেহেতু ওড়নার এমব্রয়ডারি খুব ভারী, তাই দুল ছাড়া অন্য কোনও অ্যাকসেসরি ব্যবহার করা হয়নি। পুরো সাজকে সম্পূর্ণতা দিতে ওড়নার আদলে মডেলের কানের দুলেও রয়েছে ময়ূরপুচ্ছ।

উজ্জ্বল ম্যাজেন্টারঙা বাঁধনির কুর্তায় বাড়তি গ্ল্যামার জুড়েছে ঘন বেগুনিরঙা বেনারসি দোপাট্টার উপাড়া প্যাটার্ন। সাধারণত প্লিট আমরা বাঁ দিক থেকে করে থাকি, কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়েছে ডান দিকে, রাজস্থানি স্টাইলে। ওড়নার দৈর্ঘ্য দু’দিকেই হাঁটু বা তার নীচ অবধি থাকবে। অবশ্য দু’দিকে ওড়না কতটা ঝুলবে, তা নির্ভর করবে আপনার ওড়নার এমব্রয়ডারি কিংবা তার বুননের উপর। ডান দিক থেকে দোপাট্টা প্লিট করে পিন করে নিন এবং বাঁ দিকের কোমরের কাছ থেকে ঘুরিয়ে ডান দিকের কোমরে এনে পিন করুন। ডান কাঁধের পিছনে ফেলা ওড়না হাতের উপর দিয়ে ড্রেপ করে সামনে এনে রাখুন। আপনাকে আরও বেশি গর্জাস লাগবে।

সবুজে একাধারে রয়েছে ঔজ্জ্বল্য, আবার স্নিগ্ধতাও। সিল্কের সবুজ কুর্তায় সোনালি সুতোয় বোনা হয়েছে আড়ি এমব্রয়ডারি। তার উপর বাঁধনির জমকালো ওড়না। এ ক্ষেত্রে যে ভাবে ওড়না ড্রেপ করা হয়েছে তার স্টাইলটি ভারী ইউনিক। প্রথমে দোপাট্টাটিকে দু’টি ভাগে ভাগ করে নিন। তার পর কাঁধের উপর রেখে পিন করে নিন। এ বার ওড়নার দুটো প্রান্ত নিয়ে একটি নট বেঁধে, তা বাঁ হাতের উপর রাখুন। নট যাতে খুলে না যায়, তার জন্য আর একটি পিন লাগিয়ে নিতে পারেন। এতে ওড়নার ফল হবে অনেকটা কাউলের (cowl) মতো। সোনালি সুতোর বাঁধনির দোপাট্টার সঙ্গে এখানে সখ্য হ্যান্ডপ্রিন্টেড ইয়ারিংয়ের। ব্যস, এটুকুই যথেষ্ট।

ফ্যাশনে আর যা-ই হোক, একঘেয়েমির জায়গা নেই। তাই এ বার ওড়নার জুটি ফ্লোর লেংথ ড্রেসের সঙ্গে। এতে বেশ একটা ইন্দো-ওয়েস্টার্ন ফিলও আসবে। ট্যাঞ্জারিনের মাদকতা মাখানো অর্গ্যাঞ্জার ফ্লোর লেংথ ড্রেসের উপর অভিনব ড্রেপিং স্টাইলের কারণে নজর কেড়েছে মীনাকারি বেনারসি ওড়নায় বাঁধনির সূক্ষ্ম কাজ। আপনার সাধের ব্যাকলেস ড্রেসের সঙ্গেও এ ভাবে ওড়না টিম আপ করতে পারেন। এ ক্ষেত্রে এ রকম ড্রেপিং স্টাইল করা হয়েছে কারণ, ড্রেসে কোনও এমব্রয়ডারি নেই। সামনের দিকে ড্রেপ থাকলে, তা দেখতেও জমকালো লাগবে। ওড়নার দুটো দিক পিছনে নিয়ে গিয়ে নট বাঁধুন ঘাড়ের কাছে। ওড়নার পুরো ফল সামনের দিকে থাকায়, কোমরের শেপ বোঝা যাবে না। তাই সুন্দর একটা বেল্ট বেঁধে নিন। আপনাকে লাগবে স্টাইলিশ এবং সুপার গর্জাস!

মডেল: দর্শনা

মেকআপ: অনিরুদ্ধ চাকলাদার

পোশাক: নয়না জৈন

ড্রেপিং: ডলি জৈন

ইয়ারিং: ফ্যাশন অন ফ্লিক

ছবি: আশিস সাহা

লোকেশন: অউধ ১৫৯০, বিবেকানন্দ পার্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scarf Draping Pattern ড্রেপিং
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE