Advertisement
E-Paper

সিল্কে বোনা রূপকথার গল্প

নানা ধরনের মোটিফ, কাট, ফিউশন, ড্রেপিংয়ে বদলে যেতে পারে চেনা সিল্কের চেহারানানা ধরনের মোটিফ, কাট, ফিউশন, ড্রেপিংয়ে বদলে যেতে পারে চেনা সিল্কের চেহারা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০০

সময় এগোনোর সঙ্গে সঙ্গে পুরনোকে আঁকড়ে ধরাই হয়ে উঠছে দস্তুর। মা-ঠাকুমার তাঁত, সিল্ক, জামদানি, বেনারসিতেই মন মজছে তরুণ প্রজন্মের। তবে জুড়ে যাচ্ছে সমসাময়িকতা। তাই অফিস যাওয়ার আগে পশ্চিমী কেতাদুরস্ত পোশাকের সঙ্গেই কেউ জড়িয়ে নিচ্ছেন সিল্কের স্কার্ফ। কেউ বিয়েবাড়িতে বেনারসির পালাজ়ো পরে কেল্লামাত করছেন। এ ভাবেই সাবেক ফ্যাব্রিক হয়ে উঠছে আধুনিক। আবার বাংলার শাশ্বত ঐতিহ্যও ফিরে পাচ্ছে প্রাণ। একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক ফ্যাশন শোয়ে তেরো জন ডিজ়াইনারের ভাবনায় সিল্ক ফিরে এল নতুন রূপে।

নকশিকাঁথার মেলা

এত দিন কাঁথায় যে সব সূক্ষ্ম এমব্রয়ডারি হত, এ বার সেটাই ফিরিয়ে আনার পালা সিল্কে। শিফন, জর্জেট, ক্রেপের উপরে কাঁথার এমব্রয়ডারি দিয়ে তৈরি করা যেতে পারে শাড়ি, স্কার্ফ, জ্যাকেট, গাউন (৩ নম্বর ছবি)। নানা কাজে বেরোনোর জন্য এ ধরনের পোশাকে থাকবে সাবেকিয়ানা ও আধুনিকতা।

সিল্কে জাপানি ফুলের মোটিফ

পশ্চিমের সঙ্গে পূর্বের মেলবন্ধনের ধারণা আর নয়, বরং পূর্বের সঙ্গে মেলানো যেতে পারে পূর্বকেই। বাংলার সিল্কের উপরে ফুটে উঠতে পারে জাপানের উইস্টেরিয়া ফুলের লতাগুল্ম। প্লাম, চেরি, অ্যাসিড ইয়েলো, টারকোয়েজ় ও নীলের নানা শেডের উপরে অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল ডিজ়াইন, জ্যামিতিক আর্টওয়র্ক নজর কাড়বে। শিফন, মালবেরি সিল্কের তৈরি গাউন, জ্যাকেটে অ্যাপ্লিক, জারদৌসি কাজ বদলে দেবে লুক (৫ নম্বর ছবি)।

নজরকাড়া ম্যাক্সিমালিজ়ম

ছিমছাম সাজের একেবারে বিপরীতে হাইপার ম্যাক্সিমালিজ়মের পথ ধরতেই পারেন (১ নম্বর ছবি)। প্রিন্টেড সিল্কের উপরে কিউবিস্ট মোটিফ আর এমব্রয়ডারিতে থাক পোস্ট মডার্নিস্ট জাপানি ছোঁয়া। এ ভাবেই পার্টির গাউন কিংবা শাড়ি, নানা ধরনের মোটিফ ও আকারের কোলাজ পোশাককে করবে স্বতন্ত্র।

একলার অঙ্গীকার

একা এগিয়ে চলার মন্ত্র কবেই শোনা হয়ে গিয়েছে। এ বার পোশাকেও আসুক সেই সাহস। ড্রেপিংয়ের কৌশলে লিনেনও কেল্লামাত করবে। হাতে বোনা লিনেন কেটে কুর্তা, টপ বা হাঁটুসমান পোশাক ছাড়াও ধুতি ও পালাজ়োর মিলমিশে বানিয়ে ফেলা যায় নতুন স্টাইল। লিনেনের আধুনিক পোশাকে সাবেক জামদানি শাড়ির মোটিফ ও আল্পনার কাজ কাড়বে নজর (৩ নম্বর ছবি)। কলেজ থেকে অফিস, আড্ডা থেকে ভোজবাড়ি— ড্রেপিংয়ে লিনেন হয়ে উঠবে একান্ত দোসর।

প্রাণের সুরে

আবার সিল্ককে বানিয়ে ফেলতে পারেন চিরসখা। তসর, মালবেরি সিল্ক, মটকায় বেজ, কালো, সোনালি, লাল সলিড রঙের ব্লকের উপরে হাতে বোনা স্ট্রাইপের ফ্যাব্রিক নিতে পারেন (২ নম্বর ছবি)। তাতে আজরাখ প্রিন্টের কাজ মানাবে ভাল।

তবে সিল্কের উপরে যে পরীক্ষা-নিরীক্ষাই করুন, সঙ্গী হোক আপনার ব্যক্তিত্ব। যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটা পরাই শ্রেয়। আরামদায়ক পরিধানে ব্যক্তিত্বের সংমেলে আপনি হয়ে উঠুন অনন্যা।

ছবি: তন্ময় সেন

Shree Silk Shree
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy