নির্মীয়মাণ কারখানায় কাজ করার সময় মৃত্যু হল দুই শ্রমিকের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ধসল মোড় এলাকার একটি বেসরকারি কারখানায়।
জানা গিয়েছে, কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে পাঁচ জন শ্রমিক অ্যাজবেস্টার বসানোর কাজ করছিলেন। তাঁরা কারখানার স্থায়ী কর্মী নন। বাইরে থেকে চুক্তির ভিত্তিতে এই কাজ করতে এসেছিলেন। মঙ্গলবার কাজ চলাকালীন হঠাৎ অ্যাজবেস্টার ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম ফাহিম আনসারি (৩৬) ও আসিফ ইকবাল (৪২)। দু’জনেই আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটি এলাকার বাসিন্দা।
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানা চত্বরে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। জানা গিয়েছে, বুধবার কারখানার মালিকের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করা হবে।
এ বিষয়ে সেখানকার কর্মী মহম্মদ খলিল জানান, দুর্ঘটনার সময় মোট পাঁচজন শ্রমিক অ্যাজবেস্টার বসানোর কাজে নিযুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ যে অ্যাজবেস্টার সরবরাহ করেছিলেন তা নিম্নমানের হওয়ায় হঠাৎ ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।