Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

অরণ্য আসে ভ্রু-রূপটানে

মেকআপ তুলির কয়েক মোচড়েই পাবেন দীঘল ঘন ভ্রু-পল্লব মেকআপ তুলির কয়েক মোচড়েই পাবেন দীঘল ঘন ভ্রু-পল্লব

চিরশ্রী মজুমদার
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০০:১০
Share: Save:

মুখ যদি ছবি হয়, তবে সে ছবির ফ্রেম হল সুন্দর ভ্রু। এখন সুদৃশ্য চওড়া ‘ফ্রেম’ বা ভুরুর চল। গোছানো ঘন ভ্রু-তে মুখ খুবই তরুণ দেখায়। মোটা ভ্রু পেতে দীর্ঘ দিন আইব্রাও প্লাক না করারও দরকার নেই। জন্মগত ভাবে হাল্কা ভ্রু হলেও দুঃখ কী? মেকআপ ম্যাজিক আছে!

স্পুলি (মাথা বাঁকা আইব্রাও ব্রাশ) জলে ধুয়ে নরম বেবি সোপে আলতো বসিয়েই তুলে নিন। হালকা সাবান মাখা ওই স্পুলি নামের মেকআপ তুলি দিয়ে ভুরু উপরের দিকে তুলে তুলে আঁচড়ান। হালকা ভেজা বেশ একটা জঙ্গুলে লুক চলে আসবে।

ভ্রু-র রঙের চেয়ে দু’শেড ও এক শেড হাল্কা দু’টি ব্রো পেনসিল কিনবেন। কখনওই তা মাথার চুলের রঙের চেয়ে চড়া হবে না। গাঢ় পেনসিলটা দিয়ে ছোট ছোট টানে মনের মতো করে ভ্রুর সীমানা আঁকুন। হালকা পেনসিল দিয়ে ফাঁকগুলো ভরাট করুন। যেখানে ভ্রুর গ্রোথ পাতলা, সেখানে হাল্কা পেনসিলটা একটু জোরে ঘষবেন। কনসিলার ব্যবহার করে ভ্রু-র সীমারেখাগুলিকে চোখা করে তুলুন। ভ্রু-র নীচে লাগাবেন হাইলাইটার।

এ বার ঘন ভ্রু-কে সামলে রাখার পালা। আইব্রাও জেল লাগালেই ‘লক’ হয়ে যাবে এই লুক। ব্যস! ভ্রু-র কারসাজি কমপ্লিট।

এ ভাবেই সামান্য তুলির রূপটানে বদলে যেতে পারে ভ্রু-র চেহারা। আর আপনার চোখজোড়ার সঙ্গেই নজর কাড়বে ভ্রুজোড়াও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE