রেকারিং ডিপোজিট কি করযোগ্য? যদি তা হয়, সে ক্ষেত্রে কী ভাবে দেখাব?
শুভদীপ সাঁই
রেকারিং ডিপোজিটে যে-সুদ পাবেন, তা অবশ্যই করযোগ্য। ব্যাঙ্ক যদি প্রতি অর্থেবর্ষেই ওই সুদের সার্টিফিকেট দিতে পারে, তা হলে সংশ্লিষ্ট বছরে জমা হওয়া মোট সুদ আপনার আয়ের মধ্যে দেখাতে হবে। এর বিকল্প হিসেবে আরও একটি পথ রয়েছে। যদি আপনি প্রতি আর্থিক বছরে কতটা সুদ পাচ্ছেন, সে সম্পর্কে নিশ্চিত হতে না-পারেন, সে ক্ষেত্রে যে- বছর রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটির মেয়াদ উত্তীর্ণ হবে, সেই বছর সুদ বাবদ মোট যত টাকা পেয়েছেন, সেটা আপনার আয় হিসেবে জানিয়ে দিতে হবে।
গত ২০১৩ সালের অগস্টে আমি একই তলায় পাশাপাশি দু’টি ফ্ল্যাট কিনেছি। সে জন্য আমি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলাম। এখন সেই ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আগামী অগস্টের আগেই আমি দু’টি ফ্ল্যাটের একটি বিক্রি করে দিতে চাই। সে ক্ষেত্রে স্বল্পমেয়াদি মূলধনী লাভ কর (শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স ট্যাক্স) থেকে অব্যাহতি পাওয়ার কোনও রাস্তা আছে?
সোনালি সেন
আপনি যা বললেন, তাতে স্বল্পমেয়াদি মূলধনী লাভ কর থেকে অব্যাহতি পাওয়ার কোনও উপায় নেই। মনে রাখবেন, যদি ফ্ল্যাটের স্ট্যাম্প ডিউটি-র মূল্যায়ন সেটির আসল দামের তুলনায় বেশি হয়, তা হলে আপনার স্বল্পমেয়াদি মূলধনী লাভ স্ট্যাম্প ডিউটি মূল্যায়নের ভিত্তিতেই হিসাব হবে। ফ্ল্যাটের আসল বিক্রয় মূল্য অনুযায়ী কিন্তু নয়। কাজেই ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল মতো পরিকল্পনা করে নিন।