প্রাণ কাড়তে এক ছোবলই যথেষ্ট। ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে অন্যতম। নাম শুনলেই শিরদাঁড়ায় কাঁপন ধরে। বিষধর সাপের রাজা কিং কোবরা বা শঙ্খচূড়। একটি প্রমাণ আকারের শঙ্খচূ়ড়ের বিষে নিউরোটক্সিন থাকে। এই সাপের কামড়ে হৃৎস্পন্দন থেমে যেতে পারে। মানুষ তো কোন ছার, পূর্ণবয়স্ক হাতিকেও তিন ঘণ্টার মধ্যে মেরে ফেলতে পারে শঙ্খচূড়ের বিষ। ওফিয়োফ্যাগাস হ্যানা বা শঙ্খচূড় এমন একটি সাপ যারা নিজেদের প্রজাতিকেও খাদ্য হিসাবে বেছে নেয়।
শঙ্খচূড়ই হল বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এই সাপকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান সাপ বলেও ধরা হয়ে থাকে। শিকার কেমন, তা দেখে এরা শিকারের কৌশল পাল্টে ফেলে। এদের প্রিয় খাদ্য হল গোখরো, ছোট অজগর, দাঁড়াশ। সেই খাবারের অভাব দেখা দিলে এরা পাখি, টিকটিকি কিংবা মেঠো ইঁদুরও বাদ দেয় না। টিকে থাকার লড়াইয়ে নিজের গোষ্ঠীর সদস্যদেরও গিলে খেতে কসুর করে না শঙ্খচূড়।