
সেই ধারণার সবটা জুড়েই রয়েছে ভয়। দৈত্যাকৃতি চারপেয়ে সব জীবেরা বড় বড় দাঁত আর ‘জল’ ঝরে পড়া জিভ বার করে তেড়ে আসছে মানুষের দিকে, সিনেমার পর্দায় ডাইনোসরদের এ ভাবেই তুলে ধরা হয়েছে। যদিও, আদতে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীর আলো দেখার বহু আগে সেই সকল ডাইনোসর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তা-ও সকলের মনেই একটা আতঙ্ক রেখে গিয়েছে।