Advertisement
২৫ ফেব্রুয়ারি ২০২৪
model

প্রেমিকের সংখ্যা সাত হাজার! অনলাইন ডেটিংয়েই মজে থাকেন ‘দুষ্টু’ সাইটের মডেল

সকালে উঠেই ফোনে টুং টাং মেসেজের শব্দ। ফোনের ও পারে অপেক্ষারত সাত হাজার জন। সকলেই নালার প্রেমিক।

সংবাদ সংস্থা
ক্যালিফর্নিয়া শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ১২:০০
Share: Save:
০১ ১৫
Nala Ray onlyfans model

সকালে উঠেই ফোনে টুং টাং মেসেজের শব্দ। ফোনের ও পারে অপেক্ষারত সাত হাজার জন। সকলেই তাঁর প্রেমিক। প্রেমিকদের প্রশংসায় ভরে যায় তাঁর চ্যাটবক্স।

০২ ১৫
Nala Ray onlyfans model

নালা রে। ক্যালিফর্নিয়ার বাসিন্দা তিনি। ২৫ বছর বয়সে মডেলিং পেশায় নেমে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তন্বী।

০৩ ১৫
Nala Ray onlyfans model

বেশির ভাগ সময় খোলামেলা পোশাক পরেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেন নালা। বড়দের সাইটে খোলামেলা পোশাক পরে ছবি এবং ভিডিয়ো পোস্ট করে উপার্জন করেন তিনি।

০৪ ১৫
Nala Ray onlyfans model

বড়দের সাইট ছাড়াও নেটমাধ্যমেও অনুরাগীর ছড়াছড়ি নালার। জনপ্রিয়তার নিরিখেই নয়, উপার্জনের নিরিখেও এগিয়ে রয়েছেন তিনি।

০৫ ১৫
Nala Ray onlyfans model

প্রতি মাসে ৩ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা) উপার্জন করেন নালা। কেরিয়ারে সফল হওয়ার পরেও রূপসী মডেলের জীবন যেন সঙ্গীহীন।

০৬ ১৫
Nala Ray onlyfans model

সঙ্গীহীন হওয়া সত্ত্বেও নালার প্রেমিকের সংখ্যা শুনলে যে কেউ অবাক হবেন। অনলাইনেই সাত হাজার প্রেমিক জুটিয়ে ফেলেছেন তিনি। তাঁদের নিয়েই ব্যস্ত থাকেন তিনি।

০৭ ১৫
Nala Ray onlyfans model

সকালবেলা উঠেই সকল প্রেমিককে মেসেজ পাঠান নালা। নালা বলেন, ‘‘সারা দিন ওঁদের সঙ্গে কথা বলে সময় কেটে যায় আমার। সারা দিন কী কী করল, কী নিয়ে ভাবনাচিন্তা করছে— সব কিছু নিয়েই আলোচনা করি আমি।’’

০৮ ১৫
Nala Ray onlyfans model

তবে প্রেম-ভালবাসাকে অনলাইনে ফোনের মধ্যেই বন্দি করে রাখতে চান নালা। ডেলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, নালা নাকি এতটাই সুন্দরী এবং কেরিয়ারে এতটাই সফল যে বাস্তবে তাঁর জীবনে কোনও প্রেমিক জুটতে পারে না, এমনটাই মনে করেন নালা।

০৯ ১৫
Nala Ray onlyfans model

নালা বলেন, ‘‘আমাকে রাস্তাঘাটে দেখে অনেকে চিনতে পারেন। তাঁরা যখন আমার সঙ্গে আলাপ করতে আসেন, সেই সময় যদি আমার প্রেমিক আমার সঙ্গে থাকে, তা হলে সে ঝামেলা করতে শুরু করে।’’

১০ ১৫
Nala Ray onlyfans model

নালার মন্তব্য, ‘‘বাস্তবে আমি যার সঙ্গেই প্রেম করব, সে-ই ভাববে যে অন্য লোকজন তাঁর প্রেমিকাকে নগ্ন অবস্থায় দেখেছেন। আমার পেশা কখনওই কেউ মেনে নিতে পারে না।’’

১১ ১৫
Nala Ray onlyfans model

এমনকি, নালার উপার্জনের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নালা বলেন, ‘‘একই পেশায় রয়েছেন এমন পুরুষের সঙ্গেও ডেট করেছি আমি। কিন্তু সে-ও আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগত।’’

১২ ১৫
Nala Ray onlyfans model

নালার মতে, তাঁর প্রেমিকেরা সহ্য করতে পারেন না যে, তিনি এত সুন্দরী। নালার মন্তব্য, ‘‘প্রেমিকা চার-পাঁচ গুণ বেশি আয় কী করে করতে পারে, এই চিন্তাই ঘুরত আমার প্রেমিকদের মাথায়।’’

১৩ ১৫
Nala Ray onlyfans model

নালার মতে, বাস্তবে প্রেম করার চেয়ে অনলাইনে প্রেম করা ঢের ভাল। নালা বলেন, ‘‘অনলাইন ডেটিংয়ে কোনও ঝামেলা নেই। আমার প্রেমিকরাও জানে যে, তাঁদের যে কোনও প্রয়োজনে আমি রয়েছি। আর কী চাই জীবনে?’’

১৪ ১৫
Nala Ray onlyfans model

সাত হাজার প্রেমিককে সামাল দিয়ে ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের মনও জিতে নেন নালা। ইতিমধ্যেই তাঁর অনুরাগী সংখ্যা সাড়ে সাত লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

১৫ ১৫
Nala Ray onlyfans model

কয়েক মাস ধরে ‘সিঙ্গল’ থাকা নালার মতে, তাঁর প্রেমিকেরা যখন বলেন যে তাঁদের জীবনে নালা রয়েছে বলে তাঁরা ভাল রয়েছেন, তখন নালা খুব আনন্দ পান।

সকল ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE