Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Poonam Kaur

রাহুল গান্ধীর হাত ধরে হাঁটা পুনম মানসিক অবসাদের জন্য দায়ী করেন এক পরিচালককে

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন এক অভিনেত্রী। তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তিনি পুনম কউর। সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হতেই কটাক্ষের শিকার হতে হচ্ছে পুনমকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৫:৩১
Share: Save:
০১ ১৪
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন এক অভিনেত্রী। তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তিনি পুনম কউর। রাহুলের সঙ্গে তাঁর হাত ধরা ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তার পর থেকে কটাক্ষের শিকার হতে হচ্ছে পুনমকে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন এক অভিনেত্রী। তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তিনি পুনম কউর। রাহুলের সঙ্গে তাঁর হাত ধরা ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তার পর থেকে কটাক্ষের শিকার হতে হচ্ছে পুনমকে।

০২ ১৪
এই ছবিকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। টুইট যুদ্ধে নেমেছে কংগ্রেস-বিজেপি। পুনমের সঙ্গে রাহুলের ওই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করে মন্তব্য করেছিলেন, “প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।”

এই ছবিকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। টুইট যুদ্ধে নেমেছে কংগ্রেস-বিজেপি। পুনমের সঙ্গে রাহুলের ওই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করে মন্তব্য করেছিলেন, “প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।”

০৩ ১৪
তাঁকে নিয়ে যখন রাজনৈতিক আক্রমণ, ট্রোল হচ্ছে, চুপ না থেকে সরব হয়ে নিন্দকদের পাল্টা জবাব দিয়েছেন পুনম। তাঁর অভিযোগ, সস্তার রাজনীতি করা হচ্ছে। পুনমের কথায়, “আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তখন সামলাতে রাহুল গান্ধী আমার হাত ধরেন।”

তাঁকে নিয়ে যখন রাজনৈতিক আক্রমণ, ট্রোল হচ্ছে, চুপ না থেকে সরব হয়ে নিন্দকদের পাল্টা জবাব দিয়েছেন পুনম। তাঁর অভিযোগ, সস্তার রাজনীতি করা হচ্ছে। পুনমের কথায়, “আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তখন সামলাতে রাহুল গান্ধী আমার হাত ধরেন।”

০৪ ১৪
প্রসঙ্গত, তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে।

প্রসঙ্গত, তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে।

০৫ ১৪
পুনম এক টুইটে বলেন, “মহিলাদের প্রতি সম্মান এবং তাঁদের সুরক্ষা নিয়ে যে ভাবে কাজ করেন রাহুল, তাঁর এই চিন্তাধারা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। যে ভাবে তাঁতিদের সমস্যার কথা তিনি শুনেছেন, তার জন্য রাহুল গান্ধীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই।”

পুনম এক টুইটে বলেন, “মহিলাদের প্রতি সম্মান এবং তাঁদের সুরক্ষা নিয়ে যে ভাবে কাজ করেন রাহুল, তাঁর এই চিন্তাধারা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। যে ভাবে তাঁতিদের সমস্যার কথা তিনি শুনেছেন, তার জন্য রাহুল গান্ধীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই।”

০৬ ১৪
রাহুলকে ঘিরে যাঁকে নিয়ে এত হইচই, এত ডামাডোল, কে এই পুনম?

রাহুলকে ঘিরে যাঁকে নিয়ে এত হইচই, এত ডামাডোল, কে এই পুনম?

০৭ ১৪
পুনমের জন্ম হায়দরাবাদে। পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলজীবন শেষে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে চলে আসেন। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক করেন।

পুনমের জন্ম হায়দরাবাদে। পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলজীবন শেষে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে চলে আসেন। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক করেন।

০৮ ১৪
২০০৬ সালে তেজা নির্দেশিত একটি তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পান। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। ওই বছরই ‘মায়াজালম’ নামে তেলুগু ছবিতে প্রথম অভিনয় করেন পুনম। এর পর ‘ওকা বিচিত্রম’ নামে ছবিতেও অভিনয় করেন।

২০০৬ সালে তেজা নির্দেশিত একটি তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পান। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। ওই বছরই ‘মায়াজালম’ নামে তেলুগু ছবিতে প্রথম অভিনয় করেন পুনম। এর পর ‘ওকা বিচিত্রম’ নামে ছবিতেও অভিনয় করেন।

০৯ ১৪
‘সূর্যম’ নামে তেলুগু ছবিতে গোপীচাঁদ এবং অনুষ্কা শেঠীর সঙ্গে সহ-অভিনেত্রী হিসাবে কাজ করেছেন। এই ছবির জন্য ‘সেরা সহঅভিনেত্রী’ হিসাবে মনোনীত হয়েছিলেন পুনম।

‘সূর্যম’ নামে তেলুগু ছবিতে গোপীচাঁদ এবং অনুষ্কা শেঠীর সঙ্গে সহ-অভিনেত্রী হিসাবে কাজ করেছেন। এই ছবির জন্য ‘সেরা সহঅভিনেত্রী’ হিসাবে মনোনীত হয়েছিলেন পুনম।

১০ ১৪
শুধু তেলুগুই নয়, তামিল এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন পুনম। তাঁর অভিনীত তামিল ছবিগুলি হল— নেনজিক্কুম ভারাই, উন্নাইপল ওরুভাই, পায়ানম, গগনম ইত্যাদি।

শুধু তেলুগুই নয়, তামিল এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন পুনম। তাঁর অভিনীত তামিল ছবিগুলি হল— নেনজিক্কুম ভারাই, উন্নাইপল ওরুভাই, পায়ানম, গগনম ইত্যাদি।

১১ ১৪
‘ব্যাঙ্গলস’ নামে একটি মালায়লম ছবিতে অভিনয় করেছেন পুনম। ২০০৮ সালে বলিউড ছবি ‘আ ওয়েনেসডে’-তেও অভিনয় করেছেন।

‘ব্যাঙ্গলস’ নামে একটি মালায়লম ছবিতে অভিনয় করেছেন পুনম। ২০০৮ সালে বলিউড ছবি ‘আ ওয়েনেসডে’-তেও অভিনয় করেছেন।

১২ ১৪
সম্প্রতি ‘মিস তেলঙ্গানা’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হয়েছে পুনমকে।

সম্প্রতি ‘মিস তেলঙ্গানা’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হয়েছে পুনমকে।

১৩ ১৪
বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে বার বার এসেছেন পুনম। বছর দুয়ের আগে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর অবসাদের জন্য ওই পরিচালককে দায়ী করেছিলেন তিনি। নাম প্রকাশ না করে ওই পরিচালককে ‘গুরুজি’ বলে উল্লেখ করে পুনম দাবি করেছিলেন যে, ছবি এবং টিভিতে বিজ্ঞাপনের সুযোগ কেড়ে নিয়েছেন ওই পরিচালক।

বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে বার বার এসেছেন পুনম। বছর দুয়ের আগে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর অবসাদের জন্য ওই পরিচালককে দায়ী করেছিলেন তিনি। নাম প্রকাশ না করে ওই পরিচালককে ‘গুরুজি’ বলে উল্লেখ করে পুনম দাবি করেছিলেন যে, ছবি এবং টিভিতে বিজ্ঞাপনের সুযোগ কেড়ে নিয়েছেন ওই পরিচালক।

১৪ ১৪
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পুনম। তিনি তেলুগু দেশম পার্টির হয়েও কাজ করেছেন। বিজেপি নেতাদের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। যদিও পরে কংগ্রেসের সদস্যপদ নেন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পুনম। তিনি তেলুগু দেশম পার্টির হয়েও কাজ করেছেন। বিজেপি নেতাদের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। যদিও পরে কংগ্রেসের সদস্যপদ নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE