After Playback Exit, reports say Arijit Singh to Make Directorial Debut with Nawazuddin Siddiqui’s Daughter Shora dgtl
Arijit Singh New Film
নায়িকা বলিউডের তারকা-কন্যা, ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন অরিজিৎ! তাই কি প্লেব্যাক থেকে অবসর?
জানা গিয়েছে, ছবি বানানোই এখন অরিজিতের প্রধান লক্ষ্য। সূত্রের খবর, ৩৮ বছর বয়সি সঙ্গীতশিল্পী একটি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না। মঙ্গলবার তেমনটাই ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। ভক্তকুলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হঠাৎই সিনেমায় গান গাওয়া থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
০২২০
মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।”
০৩২০
অরিজিৎ আরও লিখেছেন, ‘‘আমি ভাল সঙ্গীতের ভক্ত এবং ভবিষ্যতে এক জন শিল্পী হিসাবে আরও শিখব এবং নিজে নিজে আরও কিছু করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবার ধন্যবাদ। আমাকে এখনও কিছু প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সেই কাজগুলি শেষ করব। তাই এ বছর আমার কিছু কাজ মুক্তি পেতে পারে। শুধু স্পষ্ট করে বলতে চাই যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।’’
০৪২০
অরিজিতের আর প্লেব্যাক না করার সিদ্ধান্তের পর মন ভেঙেছে তামাম ভক্তকুলের। স্তম্ভিত তাঁর অনুরাগীরা। যাঁর কণ্ঠের জাদুতে মন মজেছে আসমুদ্রহিমাচলের, তাঁর গলায় আর নতুন প্লেব্যাক শোনা যাবে না, তেমনটা অনেকেই মেনে নিতে পারছেন না।
০৫২০
ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। কোনও কোনও সূত্রে খবর, সাময়িক বিরতি নিচ্ছেন অরিজিৎ, গলার বিশ্রামের জন্যই এই পদক্ষেপ তাঁর। তবে এমন কিছু উল্লেখ করেননি গায়ক নিজে। ওই পোস্টের শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”
০৬২০
অরিজিতের প্লেব্যাক না করার সিদ্ধান্তের পর অনেক রকম জল্পনাও তৈরি হয়েছে। এমনও খবর ছ়ড়িয়েছে যে, সৃজনশীল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন অরিজিৎ।
০৭২০
জানা গিয়েছে, ছবি বানানোই এখন অরিজিতের প্রধান লক্ষ্য হতে পারে। সূত্রের খবর, ৩৮ বছর বয়সি সঙ্গীতশিল্পী একটি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং সে ছবিতে নাকি কাজ করবেন এক তারকা-কন্যাও।
০৮২০
গান গাওয়ার পাশাপাশি এর আগেও ছবি পরিচালনা করেছেন অরিজিৎ। তাঁর আন্তর্জাতিক স্তরে খ্যাতি পাওয়া ছবি ‘সা’ এখনও মুক্তির প্রতীক্ষায়। সেই ছবির দ্বিতীয় ভাগের পরিচালনার কাজও শেষ করেছেন অনেক আগেই। হিন্দিতেও পরিচালনা করছেন ‘ভয়’।
০৯২০
খবর ছিল, ইতিমধ্যেই দু’টি ছবির পরিচালনার দায়িত্বে তিনি। শুটিংও করেছেন নিয়ম করে। এর মধ্যেই এ বার খবর, একটি নতুন ছবি পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছেন অরিজিৎ এবং সেই ছবির মাধ্যমে বলিউডে পা দিতে পারেন জনপ্রিয় অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দীকীর কন্যা শোরা সিদ্দীকী।
১০২০
১৫ বছর বয়সি শোরা বর্তমানে লন্ডনে অভিনয়ের একটি কোর্স করছেন। তাঁকেই নাকি ছবির একটি চরিত্রের জন্য বেছে নিয়েছেন অরিজিৎ। খবর তেমনটাই। তবে ছবিটির নাম কী হবে তা এখনও স্পষ্ট হয়নি।
১১২০
সূত্রের খবর, শোরাকে নিয়ে অরিজিৎ যে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেটি তাঁর এবং স্ত্রী কোয়েলের যৌথ ভাবে লেখা। ছবির মূল গল্প নাকি আবর্তিত হবে একটি জঙ্গলকে কেন্দ্র করে। মুক্তি পাবে দেশ জুড়ে, বিভিন্ন ভাষায়।
১২২০
এ-ও জানা গিয়েছে, অরিজিৎ-জায়া কোয়েল প্রত্যক্ষ ভাবে জুড়ে আছেন ছবিটির সঙ্গে। ঘনিষ্ঠ ভাবে সহযোগিতা করছেন স্বামীকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটি সূত্র এ-ও দাবি করেছে যে, অরিজিৎ নাকি দীর্ঘ দিন ধরে এই ছবিটি নিয়ে চিন্তাভাবনা করছিলেন। কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি ওই কাজে হাত দিতে পারেননি।
১৩২০
অরিজিতের ছবির প্রযোজনা সংস্থাগুলির নামও জানিয়েছে কয়েকটি সূত্র। খবর, মহাবীর জৈন ফিল্মস, আলকিদুতি ফিল্মস এবং গড ব্লেস এন্টারটেইনমেন্ট যৌথ ভাবে ছবিটির প্রযোজনা করবে।
১৪২০
কিছু প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে, ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়েই গায়ক বা ওই প্রযোজনা সংস্থাগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টিকে নিছক জল্পনা বলেও মনে করছেন অনেকে।
১৫২০
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা। সেখান থেকে এখন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। আন্তর্জাতিক স্তরেও সুনাম রয়েছে তাঁর। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ নামে একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে গায়ক হিসাবে পথচলা শুরু করলেও সেই অনুষ্ঠানে নিজের ব্যর্থতায় মুষড়ে পড়েননি অরিজিৎ। নিজের প্রতিভাকে আরও শান দিয়েছেন গায়ক। তার ফলও পেয়েছেন হাতেনাতে।
১৬২০
২০০৯ সালে বাংলা রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র আবহসঙ্গীত গেয়েছিলেন অরিজিৎ। এর পর ২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে বলিউডে সেই অর্থে আত্মপ্রকাশ করেন গায়ক। তবে তাঁর প্রকৃত উত্থান ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গানটির মাধ্যমে। সেই গান গেয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। গানটি সমস্ত রেকর্ড ভেঙে দেয় এবং বছরের সবচেয়ে বড় হিট গানগুলির মধ্যে একটি হয়ে ওঠে। তার পর থেকে অরিজিৎকে কেউ থামাতে পারেনি। তিনি হয়ে ওঠেন অদম্য। বাকিটা ইতিহাস।
১৭২০
হিন্দি, বাংলা, মরাঠি, মালয়ালম, গুজরাতি, তেলুগু-সহ বিভিন্ন ভাষায় ৩০০টিরও বেশি গান গেয়েছেন অরিজিৎ। তাঁর মধ্যে বেশির ভাগ গানই সুপারহিট এবং লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে।
কয়েক বছরের কেরিয়ারে গান গাওয়ার জন্য বহু পুরস্কার জিতেছেন অরিজিৎ। জিতেছেন জাতীয় পুরস্কারও। সঙ্গীতে অবদানের জন্য ২০২৫ সালে তাঁকে ‘পদ্মশ্রী’তে ভূষিত করা হয়। গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। সেই প্ল্যাটফর্ম পর পর সাত বছর ‘ভারতের শীর্ষ শিল্পী’ হিসাবে মনোনীত করেছে অরিজিৎকে।
২০২০
আট থেকে আশি অরিজিতের গানের ভক্ত। সেই গায়কেরই সাম্প্রতিক ঘোষণায় মুষড়ে পড়েছেন দেশের তামাম সঙ্গীতপ্রেমী মানুষ। অরিজিতের ঘোষণার পর সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন।