
২০০৪ সালে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের উপকূলে। ২৬ ডিসেম্বর, স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৯.১ মাত্রার একটি ভূমিকম্প সমুদ্রতলে আঘাত হানে। পরবর্তী সাত ঘণ্টার মধ্যে, ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি ভারত মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে। সেই অভিঘাতে কেঁপে উঠেছিল পূর্ব আফ্রিকা পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলিও।

সেই প্রাকৃতিক দুর্যোগ ১৫টি দেশে আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার প্রাণ কেড়ে নিয়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, মলদ্বীপ এবং তাইল্যান্ড ছিল অন্যতম। অতীতের সেই ভয়াবহ স্মৃতি আবার ফিরতে পারে জাপানে, চলতি বছরের জুলাই মাসে। এমনটাই নাকি ভবিষ্যদ্বাণী করেছেন এক জাপানি মাঙ্গাশিল্পী। মাঙ্গায় করা শিল্পীর একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী জাপান-সহ গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।