Advertisement
১৯ জুলাই ২০২৫
‘New Baba Vanga’ Prediction

তিন সপ্তাহের মধ্যে আছড়ে পড়বে সুনামি! ‘জাপানের বাবা ভাঙ্গা’র হাড়হিম করা ভবিষ্যদ্বাণীতে শঙ্কা বিশ্ব জুড়ে

জাপানি মাঙ্গাশিল্পী রিয়ো তাতসুকি। আধুনিক যুগের ‘নতুন বাবা ভাঙ্গা’ বলে অভিহিত করা হচ্ছে তাঁকে। শিল্পীর মাঙ্গায় করা একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী জাপান-সহ গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১২:৪৫
Share: Save:
০১ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

২০০৪ সালে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের উপকূলে। ২৬ ডিসেম্বর, স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৯.১ মাত্রার একটি ভূমিকম্প সমুদ্রতলে আঘাত হানে। পরবর্তী সাত ঘণ্টার মধ্যে, ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি ভারত মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে। সেই অভিঘাতে কেঁপে উঠেছিল পূর্ব আফ্রিকা পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলিও।

০২ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

সেই প্রাকৃতিক দুর্যোগ ১৫টি দেশে আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার প্রাণ কেড়ে নিয়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, মলদ্বীপ এবং তাইল্যান্ড ছিল অন্যতম। অতীতের সেই ভয়াবহ স্মৃতি আবার ফিরতে পারে জাপানে, চলতি বছরের জুলাই মাসে। এমনটাই নাকি ভবিষ্যদ্বাণী করেছেন এক জাপানি মাঙ্গাশিল্পী। মাঙ্গায় করা শিল্পীর একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী জাপান-সহ গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।

০৩ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

জাপানি মাঙ্গাশিল্পী রিয়ো তাতসুকি। আধুনিক যুগের ‘নতুন বাবা ভাঙ্গা’ বলে অভিহিত করা হচ্ছে তাঁকে। ২০২৫ সালে জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান-সহ এশিয়ার কিছু দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তাতসুকির করা ভবিষ্যদ্বাণীর ফলে জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে হংকং থেকে জাপানের বিমানের টিকিট বুকিং ৮৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও রিয়োর দাবি, তিনি কোনও ভবিষ্যদ্বাণী করেননি। তিনি স্বপ্নে যা দেখেছেন সেটাই মাঙ্গায় ফুটিয়ে তুলেছেন।

০৪ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

১৯৯৯ সালে তাতসুকি তাঁর মাঙ্গা ‘দ্য ফিউচার আই স’-এ এঁকেছিলেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানে একটি বড়সড় বিপর্যয় ঘটবে। সতর্কীকরণ হিসাবে সেই জাপানি কমিক্‌স বইয়ে লেখা ছিল, জাপান কোনও বড় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে। সেখানে বলা হয়েছিল ৫ জুলাই, জাপান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে একটি ফাটল দেখা দেবে। সেই ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হবে তা ইতিপূর্ব ঘটে যাওয়া তোহোকু ভূমিকম্পের ফলে হওয়া ঢেউয়ের তিন গুণ উঁচু।

০৫ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

২০১১ সালের ১১ মার্চ জাপানের তোহোকুতে ঘটে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.০, যা জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসাবে চিহ্নিত। মৃতের সংখ্যা ছিল প্রায় ১৫,৮৯৪ জন এবং ৩,২৭২ জন নিখোঁজ হন।

০৬ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

জলে ভেসেছিল ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের একাংশ। ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল। জুলাই মাসে যে দুর্যোগের শঙ্কায় কাঁটা হয়ে আছে জাপানের অধিকাংশ বাসিন্দা, তা সেই ভূমিকম্প ও সুনামিকেও ছাপিয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মাঙ্গাশিল্পী তাতসুকি।

০৭ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

কোভিড নিয়েও নাকি তাঁর মাঙ্গায় অতীতে সতর্ক করেছিলেন তাতসুকি। সেই ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় নতুন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে করা মাঙ্গাটি নতুন করে শোরগোল ফেলেছে। তিনি ভবিষ্যৎ দেখতে পান বলে দাবি। অনেকের বিশ্বাস, ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা তাঁর চোখের সামনে ফুটে উঠলে সেই সব দৃশ্য তিনি ছবির আকারে এঁকে রাখেন। এই শিল্পীর আঁকা বেশ কিছু বিপর্যয় ইতিমধ্যেই সত্যি বলে প্রমাণিত হয়েছে।

০৮ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

সুনামি ও ভূমিকম্পের পূর্বাভাসের কথা বিশ্বাস করতে শুরু করেছেন জাপান ও আশপাশের অঞ্চলের বাসিন্দারা। ফলস্বরূপ হু-হু করে পড়তে শুরু করেছে বিমানের টিকিটের চাহিদা।

০৯ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

অবস্থা এমনই যে হংকং এয়ারলাইন্স এই বছরের জুলাই এবং অগস্টের জন্য দক্ষিণ জাপানের কাগোশিমা এবং কুমামোতোর মতো শহরগুলিতে বিমান পরিষেবা স্থগিত করেছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের প্রতিবেদনে বলা হয়েছে তাতসুকির বলা পূর্বাভাসের তারিখ যত এগিয়ে আসছে ততই টিকিট বাতিলের হিড়িক বাড়ছে।

১০ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

হংকং থেকে বিমানের টিকিট বুকিং গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে। আঞ্চলিক বিমান সংস্থাগুলি, বিশেষ করে যারা বোয়িং বিমান পরিচালনা করে সেই সব বিমান সংস্থার টিকিট বাতিলের হার ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাপানের পর্যটনশিল্পেও লেগেছে জোর ধাক্কা। বিমানের টিকিট বাতিলের পরে বহু হোটেলও ক্ষতির সম্মুখীন হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ।

১১ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

হংকংয়ের একটি ভ্রমণ সংস্থা সংবাদমাধ্যমে জানিয়েছে, বসন্তকালে জাপানে চেরিফুলের সমাহার দেখতে বিশ্ব থেকে পর্যটকেরা জড়ো হন। সেই বুকিং কমে গিয়েছে ৫০ শতাংশ। আগাম বিপর্যয়ের কথা কানে যেতে কেউই আর ঝুঁকি নিতে চাননি। অনেক ভ্রমণকারী তাঁদের বুকিং বাতিল বা স্থগিত করছেন বলে জানিয়েছে ভ্রমণ সংস্থাটি।

১২ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জাপানি চেরিফুল দেখার মরসুম এবং ইস্টার ছুটির সময় টিকিট ও হোটেলের চাহিদা তুঙ্গে থাকে। গত বছরের তুলনায় আচমকা টিকিট বাতিলের ঘটনায় সমস্যা দেখা দিয়েছে। কোভিড মহামারির ধাক্কা সামলে পর্যটনশিল্প ঘুরে দাঁড়ানোর পর আবার নতুন করে এমন ঘটনায় চিন্তায় পড়েছে পর্যটন সংস্থাগুলি।

১৩ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

তাতসুকি তাঁর অতীতের ভবিষ্যদ্বাণীগুলির জন্যও পরিচিত। তার মধ্যে অনেক কিছুই সত্যি বলে প্রমাণিত হয়েছে। তিনি বেশ কয়েকটি বড় ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০১১ সালের মার্চ মাসে তোহোকুতে ভূমিকম্প ও সুনামি, রাজকুমারী ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং সর্বশেষ কোভিড মহামারির আশঙ্কার কথা ফুটে উঠেছিল তাঁর শিল্পে। ২০৩০ সালে কোভিডের আরও মারাত্মক রূপ ফিরে আসবে বলেও দাবি করেছেন এই শিল্পী।

১৪ ১৬
‘Baba Vanga

সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ-কথকদের মধ্যে এক জন ছিলেন বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই ভবিষ্যৎ-কথকের সঙ্গে তুলনা টানা হচ্ছে তাতসুকির। জাপানি মাঙ্গাশিল্পীর মতো রাজকুমারী ডায়ানার মৃত্যুর দিনক্ষণ মিলিয়ে দিয়েছিলেন বাবা ভাঙ্গাও। মিলিয়ে দিয়েছিলেন ৯/১১-এ নিউ ইয়র্কের সন্ত্রাসবাদী হামলার ঘটনাও। এমনকি, চেরনোবিল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আন্তর্জাতিক বিষয় নিয়ে বাবা ভাঙ্গা যা বলেছিলেন, অলৌকিক ভাবে মিলে গিয়েছে সব।

১৫ ১৬
‘New Baba Vanga’ of Japan Ryo Tatsuki

মারা যাওয়ার আগে বাবা ভাঙ্গাও বলে গিয়েছিলেন, ২০২৫ সালে ইউরোপে একটি উল্লেখযোগ্য সংঘাত দেখা দেবে। এর ফলে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে। ২০৪৩ সালের মধ্যে মুসলিম শাসন ইউরোপে আধিপত্য বিস্তার করবে। ২০৭৬ সালের মধ্যে বিশ্ব জুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় কায়েম হবে বলে জানিয়ে গিয়েছেন তিনি।

১৬ ১৬
 Baba Vanga

বাবা ভাঙ্গা মারা যাওয়ার আগে যে সমস্ত কথা বলে গিয়েছেন, তা নিয়ে এখনও হতে থাকে চর্চা। তাঁর মতোই একের পর এক ভবিষ্যদ্বাণী করে তাতসুকি নজর কেড়ে নিয়েছেন বিশ্বের। অনেক কথাই ফলে যাওয়ায় তাঁর নতুন ভবিষ্যদ্বাণী উপেক্ষা করতে পারছেন না অনেকেই।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy