দুপুর ১টা নাগাদ সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানের পরই বিমানবন্দরের অদূরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ২৪২ জন যাত্রী। বিমানটি লোকালয়ে ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।