আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, এটি হরিয়ানা বিধানসভা কর্তৃক হরিয়ানা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দিকের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার মতো অন্যান্য প্রধান প্রতিষ্ঠানের বিকল্প হিসাবে দেখা হত। মানসম্মত শিক্ষার সন্ধানে সংখ্যালঘু শিক্ষার্থীদের দৃষ্টিও আকর্ষণ করতে শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
আল-ফালাহ্কে পাঠানো শোকজ় নোটিসে ন্যাক লিখেছে, ‘ওই কলেজ কখনও অ্যাক্রিডেশন-এর (স্বীকৃতি) জন্য আবেদন করেনি। তাকে স্বীকৃতি দেয়নি ন্যাক’। তারা আরও জানিয়েছে, ওই কলেজের ওয়েবসাইটে লেখা, ‘আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয় আল-ফালাহ্ দাতব্য ট্রাস্টের উদ্যোগে তৈরি। এর ক্যাম্পাসে তিনটি কলেজ চালানো হয়— আল ফালাহ্ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (১৯৯৭ সাল থেকে রয়েছে। ন্যাক ‘এ’ গ্রেড দিয়েছে), ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (২০০৮ সাল থেকে), আল-ফালাহ্ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং (২০০৬ সাল থেকে রয়েছে, ‘এ’ গ্রেড দিয়েছে ন্যাক)।’
শোকজ় নোটিসে ন্যাক জানিয়েছে, নিজেদের ওয়েবসাইটে আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই তথ্য ভুল এবং তা পড়ুয়া, অভিভাবক, অংশীদারদের ভুলপথে চালিত করছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব করেছে ন্যাক। তাদের স্বীকৃতি নিয়ে যে তথ্য নিজেদের ওয়েবসাইটে দিয়েছে ওই বিশ্ববিদ্যালয়, তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছে ন্যাক।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মুজ়াম্মিলেরা গ্রেফতার হওয়া এবং ন্যাকের শোকজ় নোটিস পাওয়ার পর থেকে ওই কলেজের পড়ুয়া বা হাসপাতালের চিকিৎসকদের অনেকেই তটস্থ হয়ে আছেন। ওই মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের দাবি, শুধু মুজ়াম্মিল নন, শাহিন বা আদিলের সম্পর্কেও অবগত ছিলেন না তাঁরা। এখন তাঁদের একটাই চিন্তা, এমবিবিএস শেষ করার পর চাকরি জোটাতে পারবেন তো? কেউ তাঁদের বিশ্বাস করবেন তো?
জঙ্গি কার্যকলাপের তদন্তের সঙ্গে আল-ফালাহে্র নাম জড়িয়ে পড়ার পরেই উদ্বেগ তৈরি হয়েছে, মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্তদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোনও ভূমিকা নেই তো বিশ্ববিদ্যালয়টির! তদন্তকারীরা এখন খতিয়ে দেখতে শুরু করেছেন, একসময় শিক্ষার আলোকবর্তিকা হিসাবে বিবেচিত এই বিশ্ববিদ্যালয়টির চিকিৎসকেরা কী ভাবে ওই ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়লেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy