সিংহ পৃথিবীর অন্যতম হিংস্র প্রাণী। পশুরাজও বলা হয় এই ভয়ঙ্কর চতুষ্পদকে। সিংহকে ভয় পান না, পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এক সময় বিশ্বের সবচেয়ে মারাত্মক সিংহ হিসাবে পরিচিত মাপোগো সিংহদের বিষয়ে অনেকেই জানেন না। দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানের স্যাবি স্যান্ডস অঞ্চলকে নিরঙ্কুশ আধিপত্যের সঙ্গে শাসন করেছিল ছ’টি পুরুষ সিংহের সেই ‘গ্যাং’।