Advertisement
১৮ জানুয়ারি ২০২৬
World’s tallest living man

৮ ফুট ২ ইঞ্চির ‘দানব’! বিছানায় ঘুমোতে, গাড়ি চড়তে পারেন না, বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ব্যক্তির ছোটবেলা কাটে খাটের তলায়

সুলতান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ। ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে সেই তকমা তাঁর সঙ্গে জুড়েছে। তবে ব্যাপক উচ্চতা বিশ্বব্যাপী খ্যাতির পাশাপাশি বিড়ম্বনাও বয়ে এনেছে তাঁর জীবনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:২৩
Share: Save:
০১ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

পৃথিবীতে খুব কম মানুষই বেঁটে হতে চান। তবুও, সবাই উচ্চতার ‘আশীর্বাদ’ পান না। কিন্তু তুরস্কের বাসিন্দা সুলতান কোসেনের ক্ষেত্রে বিষয়টা তেমন না। তিনি বেঁটে হতে চান। কারণ, উচ্চতা তাঁর কাছে ‘অভিশাপ’।

০২ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

সুলতান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ। ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে সেই তকমা তাঁর সঙ্গে জুড়েছে। তবে ব্যাপক উচ্চতা বিশ্বব্যাপী খ্যাতির পাশাপাশি বিড়ম্বনাও বয়ে এনেছে তাঁর জীবনে।

০৩ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

তুরস্কের ৪৩ বছর বয়সি কৃষক সুলতানের উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি (২৪৩ সেমি)। ২০০৯ সাল থেকে তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত ব্যক্তি হিসাবে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন।

০৪ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

বিশ্বের সবচেয়ে লম্বা হাত এবং পা থাকার নজিরও রয়েছে সুলতানের। তাঁর আগে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি হওয়ার তকমা ছিল চিনের শি শুনের কাছে।

০৫ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

সুলতান এতটাই লম্বা যে সাধারণ উচ্চতার দরজা দিয়ে ঘরে ঢুকতে পারেন না তিনি। গাড়িতে চড়ার আনন্দ উপভোগ করতে পারেন না। বিছানায় আরামে শুয়ে ঘুমোতেও পারেন না। আরামে ঘুমোনোর জন্য তিনটি বিছানা একসঙ্গে জোড়া লাগাতে হয় তাঁকে।

০৬ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

১৯৮২ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কের মার্দিন শহরে সুলতানের জন্ম। তাঁর হাত এবং পায়ের তালু এতটাই বড় যে অর্ডার দিয়ে বিশেষ জুতো বানাতে হয়। আঙুলে ধরার জন্য প্রয়োজন হয় বিশেষ কলমের। তাঁর জামার মধ্যে সাধারণ উচ্চতা এবং ওজনের দু’জন মানুষ ঢুকে পড়তে পারেন।

০৭ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

কিন্তু কী ভাবে এতটা লম্বা সুলতান? জন্মের সময় অন্য বাচ্চাদের মতোই ওজন এবং উচ্চতা ছিল তাঁর। কিন্তু ১০ বছর বয়স থেকে সুলতানের মধ্যে কিছু অস্বাভাবিকত্ব লক্ষ করতে শুরু করেন তাঁর বাবা-মা।

০৮ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

সুলতান তাঁর বন্ধুদের থেকে বা তাঁর বয়সি অন্য ছেলেদের থেকে একটু বেশি গতিতেই লম্বা হতে শুরু করেছিলেন। বিষয়টি ঘুম কেড়েছিল তাঁর পরিবারের।

০৯ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

সুলতানকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাঁর মা-বাবা জানতে পারেন, সুলতানের মাথায় একটি টিউমার রয়েছে। মাস্টার গ্ল্যান্ড পিটুইটারিতেই সেই টিউমার রয়েছে। দেহের সমস্ত হরমোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি। ফলে টিউমার হওয়ায় পিটুইটারি নিয়ন্ত্রণ করার ক্ষমতার হেরফের হতে শুরু করে।

১০ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

সুলতানের দেহে গ্রোথ হরমোনের পরিমাণ এতটাই বেড়ে যেতে শুরু করেছিল যে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে তাঁর উচ্চতাও।

১১ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

প্রথম দিকে সুলতানকে দেখে হাসাহাসি করতেন তাঁর বন্ধুরা। কেউ কেউ তাঁকে দেখে ভয়ও পেতেন। কারও সঙ্গেই খোলা মনে মেলামেশা করতে পারতেন না সুলতান। স্কুলের সমস্ত বন্ধুও ধীরে ধীরে দূরে সরে যায় তাঁর কাছ থেকে।

১২ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

এর পর একাকিত্ব গ্রাস করে সুলতানকে। ঠিকমতো দাঁড়াতেও পারতেন না তিনি। হাতে লাঠি নিয়ে চলাফেরা করতে হত তাঁকে।

১৩ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

পড়াশোনা শেষ করলেও বিশাল উচ্চতার জন্য কোনও সংস্থাই সুলতানকে চাকরি দিতে চাইত না। পরিবারের সঙ্গে গাড়িতে চড়ে কোথাও যেতেও পারতেন না তিনি। ফলে পরিবারের সদস্যেরা ঘুরতে গেলেও তাঁকে বাড়িতেই রেখে দিয়ে যেতেন তাঁরা।

১৪ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

এক বার পা ভেঙে গিয়েছিল সুলতানের। কিন্তু উচ্চতার জন্য কোনও হাসপাতালই তাঁর চিকিৎসা করতে রাজি হচ্ছিল না। ১০ দিন বাড়িতেই পড়েছিলেন। শেষে তাঁকে বিমানে চাপিয়ে আমেরিকায় নিয়ে আসতে হয়।

১৫ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

অনেকের কাছে ভাল উচ্চতা আশীর্বাদ হলেও সুলতানের কাছে তা অভিশাপ। সুলতান স্বীকার করেছেন যে, উচ্চতার জন্য তিনি লজ্জিত বোধ করেন। তাঁর কথায়, ‘‘আমি আমার শৈশব উপভোগ করিনি। কেউ কথা বলত না। আমাকে ‘দানব’ বলে রাগাত। খাটের তলায় লুকিয়ে থাকতাম আমি।’’

১৬ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

সুলতান আরও বলেন, ‘‘আমি যত লম্বা হতে থাকি, আমার জীবন আরও খারাপ হতে থাকে। সব কিছু অন্ধকার লাগতে শুরু করে। আমি সব সময় ভাবতাম আমার কী হবে, আমি কি বাঁচব না মারা যাব? আতঙ্কিত থাকতাম। ক্রমাগত ভয়ের মধ্যে বাস করতাম আমি।’’

১৭ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

এ ভাবেই জীবন কাটছিল সুলতানের। ২০১০ সালে ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেডিক্যাল স্কুলে চিকিৎসা শুরু হয় তাঁর। টানা দু’বছর চিকিৎসার পর তাঁর গ্রোথ হরমোন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু তত দিনে তাঁর উচ্চতা হয়ে গিয়েছে ৮ ফুট ২ ইঞ্চি।

১৮ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

২০১৩ সালে সুলতান তাঁর থেকে ১০ বছরের ছোট মার্ভে দিবোকে বিয়ে করেন এবং এর এক বছর পর উচ্চতার জন্য গিনেস বুকে নাম তোলেন তিনি। বিশ্ব জুড়ে পরিচিতি পান।

১৯ ১৯
All need to know about Sultan Kosen, world’s tallest living man

এর পর একটি সার্কাসে যোগ দেন সুলতান। বিশ্বের নানা প্রান্তে ঘুরে প্রচুর শো করেন তিনি। সে সময় বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার মানুষ চন্দ্র বাহাদুরের সঙ্গে বন্ধুত্বও হয় তাঁর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy